For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ এবার সরাসরি ডিজিটাল মিডিয়ায়, কিভাবে দেখবেন জেনে নিন

ইউটিউবে, গুগল-এর হোমপেজে সরাসরি দেখা যাবে প্রধানমন্ত্রী মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ। গুগলে ইন্ডিপেন্ডেন্স ডে লিখে সার্চ করলেই দেখা যাবে সেই ভিডিও। সম্পূর্ণ অনুষ্ঠান সরাসরি শোনা যাবে রেডিও-র অ্যাপ-এ।

Google Oneindia Bengali News

'ডিজিটাল প্রজন্ম' টিভি দেখে না, ইউটিউবে ভিডিও দেখে। তাই প্রসার ভারতী এই প্রজন্মের কাছে প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুগল ও ইউটিউব-এর সঙ্গে হাত মিলিয়েছে। প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ লাইভ স্ট্রিম করা হবে ইউটিউবে। কাজেই ১৫ আগস্ট গুগলে ইন্ডিপেন্ডেন্স ডে লিখে সার্চ করলেই প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ দেখা যাবে ইউটিউবে।

প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ এবার সরাসরি ইউটিউবে

এর জন্য দুরদর্শনের ইউটিউব চ্যানেলেও যেতে হবে না। জানা গিয়েছে ১৫ আগস্ট গুগলের হোমপেজেই দেখানো হবে ওই ভিডিও। সুধুমাত্র গুগল সার্চেই পৌঁছে যাওয়া যাবে ডিডি-র লাইভ ইউটিউব উইন্ডোতে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথের অনুষ্ঠানও ঠিক এভাবেই দেখানো হয়েছিল আমেরিকাতে।

গত বছর ডিডির ইউটিউব চ্যানেলে স্বাদীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখেছিলেন যথাক্রমে ১০ লক্ষ ও ৩০ লক্ষ মানুষ। এই বছর সেই সংখ্য়াটা আরও বাড়াতে চাইছে প্রসারভারতী। যে প্রজন্মই হোক, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে দেশাত্মবোধক গান ছাড়া। তাই এই স্বাধীনতা দিবসকে আরও আকর্ষণ করতে শঙ্কর মহাদেবনের গাওয়া একটি সম্পূর্ণ নতুন দেশাত্মবোধক গান শোনানো হবে।

ডিডি অবশ্য জানিয়েছে স্বাধীনতা দিবসের সম্পূর্ণ অনুষ্ঠান তাদের ইউটিউব চ্যানেলে দেখানো সম্ভব হবে না। এর জন্য ডিজিটাল প্রজন্মকে ডাউনলোড করতে হবে অল ইন্ডিয়া রেডিও-র নবতম অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ। সেখানে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠান লাইভ সোনা যাবে। এই অ্যাপে এছাড়াও মিলবে ব্রেকিং নিউজ, লাইভ রেডিও চ্যানেল, টুইটার ফিড। এমনকী পুরনো দিনের ক্লাসিক রেডিও ম্যাগাজিনও ঘাঁটা যাবে এই অ্যাপ থেকে।

এদিকে রাষ্ট্রপতি ভবন থেকে জানানোন হয়েছে স্বাধীনতা দিবসের আগেরদিন অর্থাত মঙ্গলবার সন্ধা ৭ টা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অল ইন্ডিয়া রেডিও ও দুরদর্শনের সব চ্যানেলে প্রথমে হিন্দীতে সম্প্রচার করা হবে সেই ভাষণ। তারপর ইংরাজীতে। রাত ৮টা থেকে বাকি আঞ্চলিক ভাষাতে প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণটি।

English summary
Prime Minister Modi's Independence day speech will be live streamed on youtube. It can be seen on google homepage by a simple google search. The entire event can be heard live in All India Radio's new Android app.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X