For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসসিও-মঞ্চে হাত মেলালেন প্রধানমন্ত্রী মোদী ও পাক প্রেসিডেন্ট, তবু দূরত্ব থেকেই গেল

এসসিও-র সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষরের পর হাত মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন।

Google Oneindia Bengali News

এসিও শীর্ষ সম্মেলনে দেখা হতেই হাত মেলালেন ভারত ও পাকিস্তানের দুই রাষ্ট্রনেতা। ভারতের প্রধানমন্ত্রী মোদী ও পাক রাষ্ট্রপতি মামনুন হোসেন এরপর সামান্য সামান্য আলাপচারিতা করতেও দেখা যায়। তবে দুই রাষ্ট্রের মধ্যে আলাদাভাবে দিপাক্ষিক বৈঠক হওয়ার কথা নেই বলেই জানানো হয়েছে।

এসসিও-তে হাত মেলালেন প্রধানমন্ত্রী মোদী ও পাক প্রেসিডেন্ট

১৮ তম এসসিও শীর্। সম্মেলন উপলক্ষ্যে আটটি রাষ্ট্রের নেতারা চিনের কুইংদাও শহরে এসেছেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি এইসব রাষ্ট্রনেতারা নিজেদের মধ্যে আলাদা আলাদা করে দিপাক্ষিক বৈঠকও করছেন। গতকাল শহরে নেমেই চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর সঙ্গে দিপাক্ষিক বৈঠক করেছেন। কিন্তু কৌতূহল ছিল ভারত-পাকিস্তানকে নিয়ে। ২০১৬-র উড়ির ঘটনার পর থেকেই দুই দেশের সম্পর্কের আবারও অবনতি হয়েছে। এখনও নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনা সীমান্তের ওপাড় থেকে নাগাড়ে গোলাবর্ষণ করে যাচ্ছে।

এদিন কিন্তু খানিক ভিন্ন মেজাজেই পাওয়া গেছে দুই রাষ্ট্রের শীর্ষনেতাদের। এসসিও-এর শীর্ষ সম্মেলনের পর সিদ্ধান্তে সব সদস্য দেশএর নেতারা সই করেন। তারপর মঞ্চেই পাক রাষ্ট্রপতি মামনুন হোসেনকে দেখে এগিয়ে গিয়ে হাত মেলান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মামনুনও হেসে কুশল বিনিময় করেন মোদীর সঙ্গে। দুই নেতার মধ্যে যথেষ্ট উষ্ণতা চোখে পড়েছে।

এসসিও-তে হাত মেলালেন প্রধানমন্ত্রী মোদী ও পাক প্রেসিডেন্ট

এরপরেও অল্প কিছুক্ষণ দুজনকে কথাবার্তা বলতে দেখা যায়। তবে ওই পর্যন্তই। এসসিও-র সদস্য দেশের প্রায় প্রত্যেকটি দেশের প্রতিনিধি দলের সঙ্গেই দিপাক্ষিক বৈঠক করছেন মোদী। কিন্তু পাকিস্তানের সঙ্গে এরকম কোনও পৃথক বৈঠকের পরিকল্পনা নেই বলেই জানানো হয়েছে।

এসসিও-তে হাত মেলালেন প্রধানমন্ত্রী মোদী ও পাক প্রেসিডেন্ট

২০১৬-য় পাক মদতপুষ্ট জঙ্গিরা জম্মুর উরিতে সিআরপিএফ-এর ক্যাম্পে হামলা চালায়। তাতে বেশ কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়। এরপর গত বছর এপ্রিলে ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে ভারতীয় চরের তকমা দিয়ে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। তা নিয়ে দুদেশএর সম্পর্ক চরম খারাপ অবস্থায় পৌঁছায়। তারপর থেকে আন্তর্জাতিক যে কোনও ফোরামে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে বিদ্ধ করেছে ভারত। এসসিও সামিটে কি হবে সেদিকে চোখ ছিল আন্তর্জাতিক মহলে। এখনও বিস্তারিত না জানা গেলেও সম্মেলনের সিদ্ধান্ত পত্রে স্বাক্ষর করার পর দুদেশের নেতার শরীরি ভাষা বলছে, এই সম্মেলনে দুই তরফ অন্তত বাক-বিতন্ডায় জড়ায়নি।

English summary
Prime Minister Modi and Pak President Mamnoon Hussain shook hands after signing of agreements between the member states of the SCO.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X