For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ রাজস্থানে মোদী, সভায় লোক আনতে সরকারের খরচ ৭ কোটিরও বেশি

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানে ১৩ টি বড় প্রকল্পের সূচনা করবেন।

Google Oneindia Bengali News

শনিবার রাজস্থান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যে এদিন ১৩ টি পরিকাঠামোর উন্নয়ন বিষয়ক প্রকল্পের সূচনা করবেন তিনি। সবমিলিয়ে ২১০০ কোটি টাকায় উন্নয়নের ডালি নিয়ে রাজস্থানে যাচ্ছেন মোদী। এবছরের শেষেই রাজস্থানের বিধানসভা ভোট। তার আগে জনগণের মন পেতেই মোদীর এই সফর বলে মনে করা হচ্ছে।

মোদীর সভায় লোক আনতে সরকারের খরচ ৭ কোটিরও বেশি

প্রকল্পের সূচনার সঙ্গে সঙ্গে জয়পুরের আম্রুদোন কা বাঘ স্টেডিয়ামে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। বলা হয়েছে উজ্জ্বলা যোজনা, মুদ্রা যোজনা, আবাস যোজনার মতো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধাপ্রাপ্তদের সঙ্গে মিলিত হতেই এই সভা। জনসভায় যোগ দিতে রাজ্যের ৩৩ টি জেলা থেকে ২ লক্ষ মানুষকে নিয়ে আসছে রাজ্য সরকার। তাদের যাতায়াতের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ হাজার ৫৭৯ টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। খরচ করা হচ্ছে ৭২২.৫৩ লক্ষ টাকা!

বিরোধীদের অভিযোগ রাজস্থানে ভোটের আগে জনতার মন পাওয়াই প্রধানমন্ত্রীর এই সফরের লক্ষ্য়। মোদীর জনসভাটিকে তারা নির্বাচনী প্রচারের সূচনা হিসেবেই দেখছে। সরকারের কোটি কোটি টাকা খরচা করে এই দলীয় প্রচারের তীব্র সমালোচনা করেছে তারা।

তবে বিজেপির দাবি নরেন্দ্র মোদীর এই সফর একেবারেই সরকারি সফর। উদয়পুরের পরিকাঠামো বর্ধন, আজমীরের সড়ক উন্নয়ন, বিভিন্ন শহরের জল ও নিকাশি প্রকল্প, ঢোলপুর, নাগৌর, আলওয়ার ও যোধপুরে এসটিপি গুলির আপগ্রেডেশন - এর মতো সরকারি প্রকল্পের সূচনা করতেই তিনি রাজস্থানে আসছেন।

English summary
Prime Minister Narendra Modi to launch 13 big projects in Rajasthan Today in an attempt to woo voters ahead of the assembly elections in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X