For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের স্বপ্নের জাল মোদীর! বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দাবি করে প্রত্যেকের জন্য ঘর, শৌচাগারের ডাক

আর কয়েকমাস পরেই দেশে সাধারণ নির্বাচন। তার আাগে ২০১৮-র স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এটাই এই এনডিএ সরকারের প্রধান হিসেবে মোদীর শেষ ভাষণ।

  • |
Google Oneindia Bengali News

আর কয়েকমাস পরেই দেশে সাধারণ নির্বাচন। তার আাগে ২০১৮-র স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে এটাই এই এনডিএ সরকারের প্রধান হিসেবে মোদীর শেষ ভাষণ। তবে সেই ভাষণ থেকে ২০১৯-এর নির্বাচনের সুর যেন বেঁধে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেকের জন্য ঘর, বিদ্যুত, জল, শৌচাগার, বিমা, নেট-যোগে ডাক দিয়েছেন তিনি।

আরও উন্নয়নের ডাক

স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে ৭১ টি বছর। দেশে এখনও প্রত্যেকের জন্য ঘর, বিদ্যুত, জল, শৌচাগার, বিমা কিংবা ইন্টারনেট সম্ভবপর হয়নি। তবে তা ভবিষ্যতে সম্ভবপর হতে পারে। ৭২ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে সেই লক্ষ্যেই কাজ করার ডাক দিলেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: লালকেল্লা থেকে ২০১৩-র ইউপিএ-র সঙ্গে তুলনা! এগিয়ে তাঁর সরকার, দাবি মোদীর][আরও পড়ুন: লালকেল্লা থেকে ২০১৩-র ইউপিএ-র সঙ্গে তুলনা! এগিয়ে তাঁর সরকার, দাবি মোদীর]

ত্রিপুরা, মেঘায়লয় এখন হিংসা মুক্ত

ত্রিপুরা, মেঘালয়, অরুণাচলপ্রদেশে এখন শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন মোদী।

[আরও পড়ুন: এবার মোদীর তাস নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প! জন আরোগ্য যোজনার ঘোষণা প্রধানমন্ত্রীর][আরও পড়ুন: এবার মোদীর তাস নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প! জন আরোগ্য যোজনার ঘোষণা প্রধানমন্ত্রীর]

দুর্নীতি ও কালো টাকা নিয়ে বার্তা

দুর্নীতি ও কালো টাকা নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

উজ্জ্বলা ও সৌভাগ্য যোজনায় মান বেড়েছে ভারতবাসীর

তাঁর সরকারের চালু করা উজ্জ্বলা ও সৌভাগ্য যোজনায় মান বেড়েছে ভারতবাসীর। দাবি করেছেন নরেন্দ্র মোদী।

বিজ্ঞানীদের জন্য গর্বিত প্রধানমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশ উল্লেখযোগ্য ভাবে এগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

বিশ্বের সর্বত্র ভারতের আওয়াজ

বিশ্বের সর্বত্র এখন ভারতের আওয়াজ শোনা যায়। আগে অনেক জায়গার দরজা ভারতের জন্য বন্ধ ছিল বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী।

এক পদ এক পেনশন

সেনা জওয়ানদের একপদ এক পেনশন নীতি তাঁর সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মোদী।

ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি

তাঁর সরকারের আমলে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে।

জিএসটি লাগু

বছরের পর বছর ধরে জিএসটি ফেলে রাখা হলেও, তাঁর সরকারই জিএসটি লাগু করেছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সার্জিক্যাল স্ট্রাইক

সার্জিক্যাল স্ট্রাইক

সার্জিক্যাল স্ট্রাইকের সাহস তাঁর সরকারের ছিল বলেই কাজ সম্ভব হয়েছে।

কর্মসংস্থান

কর্মসংস্থান

দেশে কর্মসংস্থানের জোয়ার এসেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
Prime Minister Modi claimed country is running high in every aspect under NDA regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X