For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন, কীভাবে বৌদ্ধ ধর্মগুরু উনিশতম কুশক বকুল রিনপোচে-এর স্বপ্ন সফল করলেন মোদী!

জোজিলা টানেলের নির্মাণকাজের উদ্বোধন করে মোদী বললেন বৌদ্ধ ধর্মগুরু উনিশতম কুশক বকুল রিনপোচে-এর স্বপ্ন সফল হল।

Google Oneindia Bengali News

এশিয়ার সবচেয়ে দীর্ঘতম টানেলকে জোজিলা টানেল দিয়েই লাদাখের জনতার মনের কাছাকাছি পৌছনোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি আরও অনেকগুলি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জম্মু-কাশ্মীরে এসেছিলেন তিনি। সব মিলিয়ে এদিন প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন তিনি। তারপরই তার বক্তব্য এর থেকেই বোঝা যায় জম্মু-কাশ্মীরের সার্বিক উন্নয়নের জন্য নয়াদিল্লির সরকার কতটা সচেষ্ট।

এই বৌদ্ধ ধর্মগুরুর স্বপ্ন সফল করলেন মোদী!

এই টানেলটি হবে জোজিলা গিরিখাতে। কাশ্মীর ও লাদাখ দুই উপত্যকার মাঝের এই গিরিখাতটির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৭৮ ফুট। শ্রীনগর-লেহ ন্যাশনাল হাইওয়ের ওপরে ১৪ কিলেমিটার দীর্ঘ টানেলটির কাজ শুরু হল আজ। নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে এশিয়ার দীর্ঘতম টানেল। এতদিন শঈতকালের তিন-চারমাস তুষাড়রপাতে বন্ধ থাকত এই হাইওয়ে। ফলে কাশ্মীরের বাকি অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত লাদাখ উপত্যকার। এই টানেলটির কাজ সম্পূর্ণ হলে আর সেই অসুবিধা থাকবে না। মোদী বলেন 'এই জোজিলা টানেল কোনও সাধারণ টানেল নয়, এটি আধুনিক যুগের একটি বিস্ময় হতে চলেছে।' কারণ ওই উচ্চতায় এত দীর্ঘ টানেল গড়াটা এমনিতেই স্থাপত্য়ের দিক থেকে চ্যালেঞ্জের। পাশাপাশি প্রযুক্তির দিক থেকেও অত্যাধুনিক ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে। তিনি জানান এই দীর্ঘ টানেলের ভেতর অক্সিজেন সরবরাহের পরিমাণ ঠিক রাখতে একটি সুউচ্চ টাওয়ার গড়া হবে। কুতুব মিনারের চেয়ে সাত গুন উঁচু হবে সেই টাওয়ারটি। তার মাধ্যমে টানেলে জমা হওয়া কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এই বৌদ্ধ ধর্মগুরুর স্বপ্ন সফল করলেন মোদী!

এদিন লাদাখ ময়দানে উপত্যকার জনপ্রিয়তম ব্যক্তিত্ব বৌদ্ধ ধর্মগুরু উনিশতম কুশক বকুল রিনপোচে-এর শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে ভাষণ দেন মোদী। তিনি বলেন, 'এই টানেল উপত্যকাকে বাকি দেশের সঙ্গে জুড়ে দেবে। শুধু তাই নয় এর ফলে উপত্যকার যুবদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। যা এই বৌদ্ধ ধর্মগুরুরও স্বপ্ন ছিল।' একেবারে নিজস্ব স্টাইলে স্থানীয় ভাষায় এদিন বলা শুরু করেছিলেন মোদী। প্রধানমন্ত্রীকে দেখতে ময়দানে যথেষ্ট ভিড় ছিল। তারা এতে উদ্বেলিত হয়ে যায়। এরপর স্থানীয় আবেগকে আরও উস্কে মোদী বলেন উনিশতম কুশক বকুল রিনপোচে-এর কথা। বলেন, 'তাঁর অবদানের কথা কে ভুলতে পারে? অন্যের সেবায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেন।'

এই বৌদ্ধ ধর্মগুরুর স্বপ্ন সফল করলেন মোদী!

পাশাপাশি তিনি এদিন লাদাখে একটি ভার্চুয়াল মিউজিয়াম স্থাপনের কথাও ঘোষণা করেন। এই মিউজিয়ামে লাদাখের ইতিহাসের সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের ঐতিহ্যকেও তুলে ধরা হবে বলে প্রধআনমন্ত্রী জানান। এছাড়া এ অঞ্চলের কৃষি সম্ভাবনাও খুব উজ্জ্বল বলে জানান তিনি। লাদাখ উপত্যকায় বৌদ্ধ সন্নাসীরা যে নিজস্ব পদ্ধতিতে চিকিৎসা করেন, তাকে সাধুবাদ জানিয়ে উপত্যকায় একটি অ্যারোমেটিক ইন্ডাস্ট্রি গড়া যেতে পারে বলেও প্রস্তাব দেন। বলেন, সেক্ষেত্রে এখানকার ওষুধ পৌঁছে যাবে বিশ্বের দরবারে। তবে এই সুযোগে কমগ্রেসকেও একহাত নিয়েছেন বিজেপি নেতা মোদী। বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগে এখানকার হাজার হাজার গ্রামে কোনও বিদ্যুত সংযোগ ছিল না। মোদী দাবি করেন, 'আমার সরকার বিদ্যুত পৌঁছে দেওয়াকে একটা মিশনের মতো করে গ্রহন করেছিল। আজ সেই সহ গ্রামকে আমরা অন্ধকার থেকে আলোয় আনতে পেরেছি।'

English summary
The Prime Minister starts development work of zojila tunnel, and said that he fullfilled the dream of buddhist monk the 19th Kushok Bakula Rinpoche.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X