For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দিরের ভূমিপুজোর মুহূর্ত ঠিক করে ফ্যাসাদে! পুরোহিতকে ৬০ বার হুমকি দিয়ে ফোন

Google Oneindia Bengali News

রামমন্দিরে ভূমিপুজোর ঠিক একদিন আগেই পুরোহিতের কাছে হুমকি ফোন৷ কর্নাটকের বেলাগাভির শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা পুরোহিত বিজয়েন্দ্র৷ ৭৫ বছর বয়সি এই পুরোহিত রাম মন্দিরের ভূমিপুজোর দিনক্ষণ ঠিক করেছেন৷ অভিযোগ, তাঁর কাছে বেশ কয়েকবার হুমকি ফোন এসেছে৷

অভিযোগ দায়ের

অভিযোগ দায়ের

বিজয়েন্দ্র এই বিষয়ে তিলকওয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগ পাওয়ার পর তাঁর বাড়িকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ পুলিশ সূত্রের খবর, এই কয়েকদিনে প্রায় ৬০ বার হুমকি ফোন এসেছে তাঁর কাছে৷ দেশের নানান প্রান্ত থেকে ভিন্ন নম্বর থেকে তাঁর কাছে ফোন আসছে৷

কী বলছেন পুরোহিত বিজয়েন্দ্র

কী বলছেন পুরোহিত বিজয়েন্দ্র

এপ্রসঙ্গে পুরোহিত বিজয়েন্দ্র বলেন, 'আমার কাছে একটি ফোন আসে৷ জানতে চাওয়া হয়, কেন আমি এই অনুষ্ঠানে যোগ দিচ্ছি? তারপর জানতে চাওয়া হয়, কেন আমি এই পুজোর দিনক্ষণ ঠিক করি। আমি জানাই, আমাকে কর্তৃপক্ষের তরফে অনুরোধ করা হয়েছিল৷ তাই আমি এই কাজ করেছি৷ যে ফোন করেছিল সে তার নাম বলেনি৷ আমার কাছে বেশ কয়েকবার ফোন এসেছে৷ বিভিন্ন নম্বর থেকে ফোন করা হয়েছে।'

কী বলছেন ট্রাস্টের সদস্যরা?

কী বলছেন ট্রাস্টের সদস্যরা?

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক সদস্য এই বিষয়ে বলেন, 'যিনি রামমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় নির্ধারণ করেছিলেন তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে৷ যাঁরা চান না যে রামমন্দির তৈরি হোক তাঁরাই এই ধরনের কাজ করতে পারেন৷'

পুরোহিত বিজয়েন্দ্র নিজেই থাকবেন না অনুষ্ঠানে

পুরোহিত বিজয়েন্দ্র নিজেই থাকবেন না অনুষ্ঠানে

উল্লেখ্য, রামমন্দিরের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হবে সেবিষয়ে দিনক্ষণ ঠিক করতে বলা হয় পুরোহিত বিজয়েন্দ্রকে৷ তিনি জুলাইয়ের ২৯, অগাস্টের ৩ ও ৫ তারিখের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছিলেন৷ এরপরেই অগাস্টের ৫ তারিখ বেছে নেওয়া হয়৷ কিন্তু, করোনা প্যানডেমিকের কারণে রাম মন্দিরের ভূমিপুজোতে উপস্থিত থাকতে পারবেন না তিনি৷

<strong>রাম মন্দিরের স্বপ্ন দেখিয়েছিলেন এঁরাই, তবুও অযোধ্যার ভূমিপুজোয় থাকছেন না আডবাণীরা!</strong>রাম মন্দিরের স্বপ্ন দেখিয়েছিলেন এঁরাই, তবুও অযোধ্যার ভূমিপুজোয় থাকছেন না আডবাণীরা!

English summary
Priest who fixed muhurat of Ram Mandir bhoomi pujan gets death threat in Karnataka's Belgavi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X