For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার ধাম সংক্রান্ত আইন প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখল পুরোহিত সমিতি

চার ধাম সংক্রান্ত আইন প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখল পুরোহিত সমিতি

Google Oneindia Bengali News

ভারতের চার ধামের পরিচালনা সংক্রান্ত নতুন আইন সম্পর্কে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন উত্তরাখণ্ডের পুরোহিত সমিতি। বদ্রীনাথ পুরোহিত সমিতির পক্ষ থেকে আশুতোষ দিমরি বলেন, '‌চার ধামের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীকে বলেছি। আমরা আশাবাদী যে প্রধানমন্ত্রী আমাদের একজন ভক্ত এবং এই দেশের নেতা হিসাবে আমাদের কথা শুনবেন।’‌

চার ধাম সংক্রান্ত আইন প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে চিঠি লিখল পুরোহিত সমিতি


চিঠিতে পুরোহিত সমিতি জানিয়েছে যে এই আইনের উদ্দেশ্য হল বদ্রীনাথ মন্দির সহ চার ধামের ঐতিহ্যগত পদ্ধতিকে ধ্বংস করা। পুরোহিতরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করে যে এই আইন যেন রাজ্য সরকার প্রত্যাহার করে নেয়। জানা গিয়েছে, পুরোহিত সমিতি ১৮ ডিসেম্বর উত্তরকাশিতে এবং ২০ ডিসেম্বর শ্রীনগরে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। পুরোহিত মহাপঞ্চায়েতের সভাপতি ও চিঠিতে সইদাতা কৃষ্ণকান্ত কোটিয়াল বলেন, 'রাজ্য সরকার এই আইনগুলির ত্রুটিগুলি বিধানসভায় গ্রহণ করেছে। এই আইনটি আমাদের দীর্ঘদিন ধরে চলা ঐতিহ্যকে ভেঙে ফেলছে এবং চারধামকে অতিক্রম করছে। আমরা আসা করব যে প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখবেন।’‌ ‌

এই মাসের গোড়াতে উত্তরাখণ্ড সরকার বড় সাফল্য পায়। উত্তরাখণ্ড বিধানসভায় আলোচনার পর চার ধামের পরিচালনা সংক্রান্ত বিল পাশ হয়। প্রায় দু’‌ঘণ্টা ধরে আলোচনার পর এই আইনটিকে আরও উন্নত করা হয় এবং এই বিলের নাম চার ধাম মন্দির বোর্ড পরিচালনা বিল ২০১৯ থেকে বদল করে উত্তরাখণ্ড চার ধাম দেবতানম পরিচালনা বোর্ড ২০১৯ রাখা হয়। রাজ্য সরকার এই আইন সম্পর্কিত আপত্তি নিয়ে আলোচনা করতে ব্যবসায়ী, হোটেল মালিক, পুরোহিত সংস্থা এবং অন্যান্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে একটি বৈঠক ডেকেছে। রাজ্য সরকার প্রয়োজনে প্রস্তাবিত আইনটি বিবেচনা ও সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে যার মাধ্যমে চার ধাম এবং অন্যান্য ৫১ টি মন্দির পরিচালিত হবে।

নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের 'মিথ্যাচার’ প্রসঙ্গে মোদীকে বিঁধলেন চিদাম্বরম নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের 'মিথ্যাচার’ প্রসঙ্গে মোদীকে বিঁধলেন চিদাম্বরম

English summary
The associations, in the letter stated that the law aims to destroy the traditional system of the Char Dham including Badrinath shrine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X