পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি! নতুন বছরে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানি তেলের
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম৷ ২০২১ সালে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানি তেলের৷ লিটার পিছু ২৫ পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে৷ বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম৷ বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল৷

দাম বৃদ্ধি পেয়েছে লিটারপিছু ২৫ পয়সা করে
বুধবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটারপিছু ২৫ পয়সা করে৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রোলের দাম ৮৪ টাকা ৪৫ পয়সা৷ ২০১৮ সালে দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৪ টাকা৷ সেই দাম গত সপ্তাহেই পার হয়ে গিয়েছে৷ এবার দাম আরও বৃদ্ধি পেল৷ আর ডিজেলের দাম ৭৪ টাকা ৬৩ পয়সা৷ তবে বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিত্তিতে এই দাম একেক রকম হয়েছে৷

গত সপ্তাহে দুই বার বেড়েছিল দাম
গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার পরপর দু'দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছিল৷ তার পর কয়েকদিন আর দাম বাড়েনি৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছরের শেষের দিক থেকে চলতি বছরের শুরুতে প্রায় মাসখানেক পেট্রোল-ডিজেলের দাম একই জায়গায় স্থির হয়েছিল৷ কিন্তু গত বুধবারই তা বৃদ্ধি পায়৷ তার পর বৃহস্পতিবার আবার দাম বাড়ে৷

আবারও দাম বৃদ্ধি পেতে পারে
তার পর আবার বুধবার দাম বৃদ্ধির ঘটনা ঘটল৷ এর কারণ হিসেবে পেট্রোলিয়াম সংস্থাগুলি বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কথা বলছে৷ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল পিছু ৫৭ মার্কিন ডলারের বেশি হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি জানিয়েছে যে এই দাম আবারও বৃদ্ধি পেতে পারে৷
