For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম ৪৪ শতাংশ পর্যন্ত কমাল কেন্দ্র

৫০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম ৫ শতাংশ থেকে ৪৪ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এর মধ্যে এইচআইভি এইডস সংক্রমণ, ডায়বেটিস, ভয় ও উদ্বেগ সংক্রান্ত ডিসঅর্ডার, ব্যাকটেরিয়া সংক্রমণ,

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : ৫০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম ৫ শতাংশ থেকে ৪৪ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। এর মধ্যে এইচআইভি এইডস সংক্রমণ, ডায়বেটিস, ভয় ও উদ্বেগ সংক্রান্ত ডিসঅর্ডার, ব্যাকটেরিয়া সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্সের মতো নানা রোগের ওষুধ রয়েছে।

জানা গিয়েছে, ২৯টি ফর্মুলেশনের ক্ষেত্রে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং রেগুলেটর খুচরো দামও নির্দিষ্ট করে দিয়েছে। দাম কমা বিষয়ে ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটির চেয়ারম্যান ভূপেন্দ্র সিং জানিয়েছেন, ৫ থেকে ৪৪ শতাংশ পর্যন্ত দাম কমানো হয়েছে। এছাড়া গড়ে ২৫ শতাংশ দাম কমেছে।

৫০টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম ৪৪ শতাংশ পর্যন্ত কমাল কেন্দ্র

যে সমস্ত ওষুধ দাম নিয়ন্ত্রণের মধ্যে নেই সেগুলির ক্ষেত্রে নির্মাতারা বছরে গড়ে ১০ শতাংশ হারে দাম বাড়াতে পারবেন না। ২০১৩ সালের ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডার অনুযায়ী ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি অত্যাবশ্যকীয় ওষুধের দাম সিডিউল-১ অনুযায়ী ধার্য় করেছে।

জানা গিয়েছে, ১৯৯৫ সালের বিজ্ঞপ্তিতে মাত্র ৭৪টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করা হয়েছিল। তবে ২০১৩ সালে ড্রাগস প্রাইস কন্ট্রোল অর্ডারকে বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্র সরকার। যার মধ্যে ৬৮০টি ওষুধের ফর্মুলেশন ছিল।

English summary
Prices of over 50 essential drugs including those used for treatment of HIV infection, diabetes, anxiety disorders, bacterial infections, angina and acid reflux have been capped by the government, leading to a price cut in the range of 5 per cent to 44 per cent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X