রান্নার গ্যাসে 'আচ্ছে দিন'! ১ জুলাই থেকে এলপিজি সিলিন্ডার পিছু কমছে ১০০.৫০ টাকা
এলপিজি সিলিন্ডারে আচ্ছে দিন। ১ জুলাই, সোমবার থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য কমছে ১০০.৫০ টাকা করে। দাম ৭৩৭.৫০ টাকা থেকে কমে হচ্ছে ৬৩৭ টাকা। অন্যদিকে, ভর্তুকিযুক্ত সিলিন্ডারের মূল্য দাঁড়াচ্ছে ৪৯৪.৩৫ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ৩ টাকা করে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যহ্রাসের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, এব্যাপারে ইন্ডিয়ান অয়েল প্রেস রিলিজ প্রকাশ করেছে। তাতে যেমন আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের কথা বলা হয়েছে, ঠিক তেমনই ডলারের নিরিখে টাকার মূল্যবৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে।
ভর্তুকি যুক্ত সিলিন্ডারের মূল্য ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা সরকারের তরফে ভর্তুকি হিসেবে দেওয়া হবে।
১ জুন এলপিজি সিলিন্ডারে দাম বেড়েচিল ৩.২৫ টাকা করে। সেই সময়ে বিরোধী দলগুলির তরফে প্রতিবাদ করা হয়েছিল। রাজ্যব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভোটের পরে এলপিজির দাম বাড়ছে প্রশ্ন করেছিলেন তিনি।