For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক মাসে দ্বিতীয়বার, ৪৩.৫০ টাকা দাম কমল রান্নার গ্যাসের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ জানুয়ারি: 'আচ্ছে দিন' তা হলে সত্যিই এল! এক মাসে দু'-দু'বার কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। বৃহস্পতিবার এক ধাক্কায় দাম কমেছে ৪৩.৫০ টাকা। পাশাপাশি, বিমানের জ্বালানির (এটিএফ) দামও কমে গিয়েছে।

আরও পড়ুন: আচ্ছে দিন! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমল ১১৩ টাকা

গৃহস্থরা বছরে ১২টি ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডার পান। তার চেয়ে বেশি প্রয়োজন হলে খোলা বাজার থেকে কিনতে হয়। খোলা বাজারে বিক্রি হওয়া রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি থাকে না। তাই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেশি। যেমন, দিল্লিতে যেখানে ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের দাম ৪১৭ টাকা, সেখানে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এতদিন ছিল ৭৫২ টাকা। ৪৩.৫০ টাকা দাম কমার পর তা এখন থেকে হল ৭০৮.৫০ টাকা। পয়লা ডিসেম্বর তারিখে এক ধাক্কায় ১১৩ টাকা দাম কমেছিল। অর্থাৎ দু'দফায় ১৫৬.৫০ টাকা দাম কমল রান্নার গ্যাসের।

কক

১৪.২ কিলোর ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের দাম সারা দেশে একই রাখা হয়েছে। পাশাপাশি, বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ)-এর দাম কমে গিয়েছে ১২.৫ শতাংশ। এর ফলে বিমানভাড়া কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

English summary
Price of non-subsidised LPG cylinder cut by Rs 43
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X