For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান্নার গ্যাসে ধাক্কা! পরপর ২ মাস কমার পর এবার এলপিজি সিলিন্ডারের মূল্যে ব্যাপক বৃদ্ধি

এলপিজি সিলিন্ডারে ধাক্কা। ১ সেপ্টেম্বর থেকে কলকাতা ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য বাড়ছে ১৫.৫০ টাকা। দাম ৬০১ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬১৬.৫০ টাকা।

  • |
Google Oneindia Bengali News

এলপিজি সিলিন্ডারে ধাক্কা। ১ সেপ্টেম্বর থেকে কলকাতা ভর্তুকিহীন সিলিন্ডারের মূল্য বাড়ছে ১৫.৫০ টাকা। দাম ৬০১ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬১৬.৫০ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫১ টাকা বেড়ে হয়েছে ১১১৪.৫০ টাকা। তবে ভর্তুকির ক্ষেত্রে অঙ্ক এখনও স্পষ্ট নয়।

রান্নার গ্যাসে ধাক্কা! পরপর ২ মাস কমার পর এবার এলপিজি সিলিন্ডারের মূল্যে ব্যাপক বৃদ্ধি

প্রতিমাসেই সারা দেশে এলপিজির মূল্য নির্ধারণ করা হয়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এই মূল্য নির্ধারণ করে থাকে। এই দাম বৃদ্ধি সাধারণ মামনুষের ওপর প্রভাব ফেলবে।

যেসব গ্রাহক ভর্তুকি পান, তাদের ভর্তুকির টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে চলে যায়।

চার মেট্রোশহর তুলনা করলে এই মুহুর্তে কলকাতাতেই এলপিজির দাম বেশি। ১ সেপ্টেম্বরের নিরিখে, কলকাতায় যেখানে ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৬১৬.৫০টাকা, সেখানে দিল্লিতে মূল্য ৫৯০ টাকা, মুম্বইয়ে ৫৬২ টাকা এবং চেন্নাইয়ে ৬০৬.৫০ টাকা।

[আরও পড়ুন:আইআরসিটিসির সার্ভিজ চার্জ বহাল! দামি হল ই-টিকিট ][আরও পড়ুন:আইআরসিটিসির সার্ভিজ চার্জ বহাল! দামি হল ই-টিকিট ]

১ জুন এলপিজি সিলিন্ডারে দাম বেড়েচিল ৩.২৫ টাকা করে। সেই সময়ে বিরোধী দলগুলির তরফে প্রতিবাদ করা হয়েছিল। রাজ্যব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভোটের পরে এলপিজির দাম বাড়ছে প্রশ্ন করেছিলেন তিনি।

 [আরও পড়ুন: অর্জুনের গাড়িতে ভাঙচুর! রণক্ষেত্রের চেহারা নিল শ্যামনগর ] [আরও পড়ুন: অর্জুনের গাড়িতে ভাঙচুর! রণক্ষেত্রের চেহারা নিল শ্যামনগর ]

English summary
Price of LPG cylinders increased from 1 September. Non subsidised cylinder increased in Kolkata by Rs 15.50.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X