For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি মাসেই দ্বিতীয় দফায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, অগ্নিমূল্য বিমানের জ্বালানিও

চলতি মাসেই দ্বিতীয় দফায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, অগ্নিমূল্য বিমানের জ্বালানিও

  • |
Google Oneindia Bengali News

দু-সপ্তাহের মধ্যে ফের বাড়ল গ্যাসের দাম। এর আগে গত ২ ডিসেম্বর ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এবার ফের একাধাক্কায় ও আরও ৫০ টাকা বাড়ল ভর্তুর্কীগীন সিলিন্ডারের দাম। ফলস্বরূপ বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা। অন্যদিকে শুধু রান্নার গ্যাস নয়, বিমানের জ্বালানিও একাধাক্কায় ৬.৩ শতাংশ বেড়েছে বলে জানা যাচ্ছে।

চলতি মাসেই দ্বিতীয় দফায় ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, অগ্নিমূল্য বিমানের জ্বালানিও

অন্যদিকে বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ১৯ কেজি এলপিজির দাম বেড়ে হয়েছে ১৩৮৭ টাকা ৫০ পয়সা। এমতাবস্তায় দু-সপ্তাহের মধ্যেই রান্নার গ্যাসের দাম প্রায় ১০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় ফের কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল, কংগ্রেসও। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে জুলাই মাসে সাড়ে ৪ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম।

এদিকে গত কয়েক মাসে সিলিন্ডার পিছু ভর্তুর্কির পরিমাণও অনেকটই কমিয়েছে সরকার। যার ফলে মন্দার বাজারেও সংসারের ঘানি টানতে নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের। এমতাবস্থায় বছর শেষের দোরগোড়ায় রান্নার গ্যাসের দাম আরও ৫০ টাকায় বাড়ায় আরও চাপে আম-আদমি। এদিকে এই দফায় দাম বাড়ার আগে কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল ৬৭০.৫০ টাকা। যা বর্তমানে ৭০০-র গণ্ডি পার করে ফেলল।

ধরাশায়ী পদ্ম শিবির! কেরলে বামেদের বড় জয়ের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা পিনরাই বিজয়নের ধরাশায়ী পদ্ম শিবির! কেরলে বামেদের বড় জয়ের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা পিনরাই বিজয়নের

English summary
price of cooking gas has gone up again, the price of aviation fuel has also gone up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X