For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট শুরুর আগেই ধাক্কা, সিলিন্ডার পিছু রেকর্ড বাড়ল এলপিজির মূল্য

কেন্দ্রীয় বাজেটের দিনে, বাজেটের আগেই রেকর্ড মূল্যবৃদ্ধি কমার্শিয়াল এলপিজির। এদিন সিলিন্ডার পিছু বৃদ্ধির পরিমাণ ২২৪.৯৮ টাকা।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেটের দিনে, বাজেটের আগেই রেকর্ড মূল্যবৃদ্ধি কমার্শিয়াল এলপিজির। এদিন সিলিন্ডার পিছু বৃদ্ধির পরিমাণ ২২৪.৯৮ টাকা। এবার থেকে বাণিজ্যিক এলপিজির জন্য ১৫৫০.০২ টাকা দিতে হবে। শনিবার সকাল থেকে এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে।

৩ মাসের দ্বিগুণের বেশি হয়েছে কমার্শিয়াল এলপিজির মূল্য

৩ মাসের দ্বিগুণের বেশি হয়েছে কমার্শিয়াল এলপিজির মূল্য

এদিন সকালে ১৯ কেজির এলপিজির মূল্য দাঁড়িয়েছে ১৫৫০,০২ টাকা। গত নভেম্বরে যা ছিল ৭১৬.৫০ টাকা। ডিসেম্বরের বেড়ে হয় ১২৯৫.৫০ টাকা। জানুয়ারিতে বেড়ে হয়েছিল ১৩২৫ টাকা। এবার যা বেড়ে হল ১৫৫০ টাকা।

বৃদ্ধি হয়নি গার্হস্থ্য এলপিজির মূল্যে

বৃদ্ধি হয়নি গার্হস্থ্য এলপিজির মূল্যে

একইসঙ্গে গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। এই গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। ১৪.২ কেজির এলপিজির মূল্য ৭৪৯ টাকা রয়েছে। যার মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে আসবে ২৩৮.১০ টাকা।

ডিসেম্বর ও জানুয়ারিতে বেড়েছিল গার্হস্থ এলপিজির মূল্য

ডিসেম্বর ও জানুয়ারিতে বেড়েছিল গার্হস্থ এলপিজির মূল্য

নভেম্বরে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজির মূল্য ছিল ৭১৬.৫০ টাকা। ডিসেম্বরে যা বেড়ে দাঁড়ায় ৭৩০ টাকা। জানুয়ারিতে বেড়ে হয় ৭৪৯ টাকা।

১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার ভর্তুকিতে দেয় সরকার

১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার ভর্তুকিতে দেয় সরকার

বর্তমানে সরকার একবছরে প্রতিটি পরিবারের জন্য ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। এরপর যদি কারও লাগে তাহলে বাজার দলে কিনতে হয় গ্রাহককে। এই সিলিন্ডারের ক্ষেত্রে দামও প্রায় প্রতিমাসেই পরিবর্তিত হয়।

English summary
Price of Commercial LPG is increased by Rs 225 before Union Budget 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X