For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি জমানায় এলজিপি সিলিন্ডারের দাম বেড়েছে দু'গুণ! প্রায় উঠে গিয়েছে ভর্তুকি

Google Oneindia Bengali News

তিন মাসের স্বল্প সময়ে প্রতিটি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে ২২৫ টাকা। যা গৃহবধূদের হৃদয়েও জ্বালা ধরাচ্ছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ঘোষণা করেছেন যে এপ্রিলের মধ্যে জ্বালানির দাম কমে যাবে কিন্তু এটা হিসেব করা হচ্ছে যে ওই সময়ের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার টাকায় পৌঁছে যাবে। এটাও অত্যন্ত দুঃসহ যে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ১ হাজার ৮০০টাকায় পৌঁছে গিয়েছে।

৭ বছরে গ্যাসের দাম বেড়েছে দু'গুণ

৭ বছরে গ্যাসের দাম বেড়েছে দু'গুণ

দুই দিন আগেই সংসদে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সংসদে জানান, এলপিজি সিলিন্ডারের দাম দুই গুণ বেড়েছে গত সাত বছরে। ২০১৪ সালের ১ মার্চ ১৪.১ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫ টাকা। দিল্লিতে বর্তমানে ১৪.১ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮১৯ টাকা। উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানেই গ্যাসের সিলিন্ডারের দাম ৬৯৪ থেকে বেড়ে ৮১৯-এ গিয়ে দাঁড়ায়।

২০১৭ সালে সিলিন্ডার প্রতি ডিবিটি এর পরিমাণ ছিল ৫৩৫ টাকা

২০১৭ সালে সিলিন্ডার প্রতি ডিবিটি এর পরিমাণ ছিল ৫৩৫ টাকা

দেশের প্রতিটি রাজ্যে লক্ষ লক্ষ রান্নার গ্যাসের সংযোগ রয়েছে। রান্নার গ্যাসের দামের এই অতিরিক্ত বৃদ্ধির খারাপ প্রভাব প্রতিটি বাড়ির খরচের উপর। সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটি প্রক্রিয়ায় রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার পরিমাণ ক্রমশ কমে গিয়েছে। ২০১৭ সালে সিলিন্ডার প্রতি ডিবিটি এর পরিমাণ ছিল ৫৩৫ টাকা। তখন প্রতিটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার টাকা।

ভর্তুকি কমেছে সিলিন্ডার প্রতি ৪১ টাকা

ভর্তুকি কমেছে সিলিন্ডার প্রতি ৪১ টাকা

গত মাস থেকে ভর্তুকি সিলিন্ডার প্রতি ৪১ টাকার নিচে নেমে গিয়েছে। রান্নার গ্যাসের দামের এই সাপ্তাহিক বৃদ্ধি সাধারণ মানুষের পকেটে আগুন ধরাচ্ছে। জ্বালানি সংস্থাগুলি বলছে যে যাঁরা গ্যাস ফিলিং স্টেশন থেকে অনেক দূরে থাকেন, তাঁদের জন্যই ভর্তুকি প্রযোজ্য। অন্যদের জন্য রান্নার গ্যাস বাজার দরেই বিক্রি করা হচ্ছে।

১.১৩ কোটি মানুষ ভর্তুকি ছেড়ে দিয়েছিলেন

১.১৩ কোটি মানুষ ভর্তুকি ছেড়ে দিয়েছিলেন

সমাজের স্বচ্ছল অংশকে রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য ২০১৫ সালে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আহ্বানে সাড়া দিয়ে ১.১৩ কোটি মানুষ ভর্তুকি ছেড়ে দিয়েছিল। এর ফলে প্রায় ৫ হাজার কোটি টাকা বেঁচে গিয়েছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করে। যার ব্যয় বরাদ্দ ধরা হয় 8 হাজার কোটি টাকা। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যে তিন বছরের সময় সীমার মধ্যে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী ৫ কোটি লোককে রান্না গ্যাসের সংযোগ সরবরাহ করা।

শুরু হয় উজ্জ্বলা যোজনা

শুরু হয় উজ্জ্বলা যোজনা

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট এক সচিব ঘোষণা করেন যে নারীর ক্ষমতায়ন, মহিলাদের ভালো স্বাস্থ্য এবং পরিষ্কার জ্বালানি দেওয়ার লক্ষ্যেই উজ্জ্বলা যোজনা শুরু করা হয়েছিল। চার বছরের সময়কালে এই প্রকল্পে ৮ কোটি মানুষকে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। তিনি এটাও জানিয়েছেন যে এখন দেশে ২৯ কোটি রান্নার গ্যাসের সংযোগ রয়েছে।

১ কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে

১ কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে তারা আরও নমনীয় হবে এবং আগামী ২ বছরে আরও ১ কোটি পরিবারকে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে। গরিবদের উপর যে রান্নার গ্যাসের দামের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, তা নিয়ে যদিও সরকার বিন্দুমাত্র চিন্তা ভাবনা করছে না। ২০ কোটি গ্রাহকের পিঠে বোঝা আরও চাপিয়ে কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক বাজেটে রান্নার গ্যাসে বার্ষিক ভর্তুকির পরিমাণ ৪০ হাজার ৯১৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৯৯৫ টাকা করেছে।

English summary
Price of a household cooking gas, or LPG has doubled in the last seven years and subsidy has been erased
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X