For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বালানি তেলের জ্বালা না জুড়োতেই এবার ধাক্কা হেঁশেলে! বাড়ল রান্নার গ্যাসের দাম

শুক্রবার থেকে বাড়ল ভর্তুকিসহ ও ভর্তুকিহীন রান্নার গ্যাস (এলপিজি)-এর সিলিন্ডারের দাম।

Google Oneindia Bengali News

আবারও ধাক্কা। ষোল দিন ধরে চড়চড়িয়ে দাম বাড়ার পর গত দুদিন অতি সামান্য কমেছিল জ্বালানি তেলের দাম। কিন্তু এবার একধাপে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। দেশের রাজধানীতে ভর্তুকি দেওয়া সিলিন্ডারের দাম বাড়ল ২.৩৪ টাকা, সেই সঙ্গে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ৪৮ টাকা করে। ফলে এখন দিল্লিতে ভর্তুকিসহ রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হল ৪৯৩.৫৫ টাকা, আর ভর্তুকিহীন সিলিন্ডারের দাম পড়বে ৬৯৮.৫০ টাকা।

বাড়ল রান্নার গ্যাসের দাম!

তবে শুধু রাজধানী নয় দাম বেড়েছে দেশের অন্যত্রও। কলকাতা, মুম্বই, চেন্নাই এই মেট্রো শহরগুলিতে আজ থেকে ভর্তুকিসহ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯৬.৬৫, ৪৯১.৩১ এবং ৪৮১.৮৪। আর ভর্তুকি ছাড়া সিলিন্ডার মিলবে কলকাতায় ৭২৩.৫০ টাকায়, মুম্বইতে ৬৭১.৫০ টাকায় আর চেন্নাইতে ৭১২.৫০ টাকায়।

বাড়ল রান্নার গ্যাসের দাম!

বাড়ল রান্নার গ্যাসের দাম!

এর আগে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত একটানা বেড়েছিল জ্বালানি তেলের মূল্য। আশঙ্কা করা হচ্ছিল হয়তো খুব তাড়াতাড়ি লিটার প্রতি তা ১০০ টাকা ছাড়িয়ে যাবে। শেষ অবধি সেই উর্ধগতিতে কিছুটা লাগাম লাগায় সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কিন্তু রাত পোহাতে না পোহাতেই এবার কোপ পড়ল হেঁশেলে। প্রধানমন্ত্রী প্রায়ই উজ্জ্বলা যোজনা নিয়ে গর্ব করেন। ক'দিন আগে এই পর্কল্পের সুবিধা প্রাপ্ত কয়েক জনের সঙ্গে কথাও বলেন। সমালোচকরা বলছেন, বিনামূল্যে গ্যাসের সংযোগ দিয়ে, তারপর মাথার ওপর চড়া দামের খাড়া নামাচ্ছে সরকার। আচ্ছে দিনই বটে!

English summary
The price of Liquefied Petroleum Gas (LPG) got increased for both subsidised and non-subsidised cylinders on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X