For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীজির অবমাননায় হবে কড়া শাস্তি, বিল পেশ রাজ্যসভায়

প্রজ্ঞা ঠাকুরদের মত গান্ধীজির অবমাননাকারীদের শায়েস্তা করছে কড়া আইন আসতে চলেছে। রাজ্যসভায় সেই বিল পেশ করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জাভেদ আলি।

Google Oneindia Bengali News

প্রজ্ঞা ঠাকুরদের মত গান্ধীজির অবমাননাকারীদের শায়েস্তা করছে কড়া আইন আসতে চলেছে। রাজ্যসভায় সেই বিল পেশ করেছেন সমাজবাদী পার্টি সাংসদ জাভেদ আলি। শুধু গান্ধীজি নন, স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা করা হলে কড়া শাস্তি পেতে হবে দোষীকে এমনই বলা হয়েছে সংশোধনীতে। হতে পারে সাত বছরের জেলও।

রাজ্যসভায় পেশ বিল

রাজ্যসভায় পেশ বিল

প্রিভেনশন অব ফাদার অব নেশন অ্যান্ড আদার আইকন অব ফ্রিডম মুফমেন্ট বিল। এই নামেই রাজ্যসভায় বিলটি পেশ করা হয়েছে। সমাজবাদী পার্টি সাংসদ জাভেদ আলি বিলটি রাজ্যসভায় পেশ করেন। গান্ধীজি সহ যেকোনও স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা বন্ধ করতেই এই আইনের অনুমোদন জরুরি বলে জানিয়েছেন তিনি। বিলে বলা হয়েছে গান্ধীজি সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা করলে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা পেতে হবে।

প্রজ্ঞা ঠাকুরদের শায়েস্তা করতেই এই বিল

প্রজ্ঞা ঠাকুরদের শায়েস্তা করতেই এই বিল

লোকসভা ভোটের আগে থেকেই গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে একটু বেশিই তৎপর হয়েছেন ভোপালের বিেজপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। কয়েকদিন আগে লোকসভায় তিনি নাথুরাম গডসেকে দেশভক্ত বলে দাবি করেছিলেন। তার পরেই সমালোচনার পারদ চড়তে থাকে। বিজেপিও প্রজ্ঞার কড়া নিন্দা করেছেন। এমনকী প্রজ্ঞােক হুঁশিয়ারিও দিয়ে কড়া শাস্তি দেওয়ার কথা বলেছেন।

 অস্বস্তিতে বিজেপি

অস্বস্তিতে বিজেপি

প্রজ্ঞার নাথুরাম গডসেকে নিয়ে একের পর এক মন্তব্য অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। অমিত শাহ থেকে মোদী সকলেই প্রজ্ঞার সমালোচনা করেছেন। এই মন্তব্য দুঃখ জনক বলে দাবি করেছেন। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে দোষী সাব্যস্ত প্রজ্ঞা সিং ঠাকুরকে এর পরে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি থেকে সরিয়ে দেয় মোদী সরকার। কিন্তু প্রজ্ঞা কোনওভাবেই নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাননি। তাতেই রুষ্ঠ বিজেপি শিবির।

English summary
Prevention Of Insult To GandhiJi And Other Icons bill introduced in Rajy Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X