করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে ভুবনেশ্বর ও ভদ্রকে ৪৮ ঘণ্টার জন্য পূর্ণ লকডাউন
দেশের মধ্যে ওড়িশাই প্রথম যারা করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রথম লকডাউনের পথে হেঁটেছিল। রাজ্যের ৫ জেলা ও ৮ শহরে লকডাউন ঘোষণা করা হয়েছিল, যদিও তা আংশিক। এবারও ফের সম্পূর্ণ লকডাউন হতে চলেছে ভুবনেশ্বর ও ভদ্রক শহর।

ওড়িশার মুখ্য সচিব অসিত ত্রিপাথি বলেন, 'ওড়িশা সরকার ভুবনেশ্বর ও ভদ্রকে ৪৮ ঘণ্টার জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে চলেছে। যা শুক্রবার রাত আটটা থেকে কার্যকর হবে। এটা কোভিড–১৯–এর গোষ্ঠী সংক্রমণ রুখতে পদক্ষেপ।’ ডিজিপি অভয় এ প্রসঙ্গে বলেন, 'কোনও মুদিখানার দোকান ও অন্য প্রয়োজনীয় খাবারের পণ্যের দোকান ৪৮ ঘণ্টার জন্য খোলা রাখা যাবে না। ভুবনেশ্বর ও ভদ্রকে শুক্রবার আটটা থেকেই এই লকডাউন শুরু হবে। সব ধরনের ছাড়পত্র দেওয়ার কাজ বাতিল। ওষুধের দোকানের ওপর নিষেধাজ্ঞা জারি হবে কিনা তা স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।’
এর আগে ৫ জেলার সঙ্গে ৮ শহরে লকডাউন ঘোষণা করেছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশায় দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে প্রায় ৪০ শতাংশ এলাকা স্তব্ধ করে দেওয়া হয়েছিল। লকডাউন প্রসঙ্গে ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক বলেছিলেন, 'বাস, ট্রেন, বিমান পরিষেবা চালু থাকবে। মুদির দোকান, সবজি বাজার, মাংস, পোলট্রি, ওষুধের দোকান খোলা থাকবে। হাসপাতাল, ব্যাঙ্ক এটিএম, পুর পরিষেবা, পুলিশ, দমকল, ওড়িশা বিপর্যয় বাহিনী, পেট্রোল পাম্প, জল, বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে। প্রশাসনিক দফতরও খোলা থাকবে।’