For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির ভোটে কং টিকিটে লড়ছেন রাষ্ট্রপতির আদরের 'মুন্নি'

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: আসন্ন দিল্লি বিধানসভা ভোটে গ্রেটার কৈলাস থেকে লড়বেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়েকে শেষ পর্যন্ত ওই আসন থেকেই টিকিট দিল কংগ্রেস। এর ফলে শর্মিষ্ঠাও বাবার পথ ধরে সক্রিয় রাজনীতিতে চলে এলেন।

শর্মিষ্ঠাকে প্রণববাবু আদর করে ডাকেন 'মুন্নি' বলে। ২০১৪ সালের লোকসভা ভোটে নয়াদিল্লিতে বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন তিনি। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল, তা হলে কি শর্মিষ্ঠা প্রত্যক্ষ রাজনীতিতে আসছেন? স্বল্পভাষী শর্মিষ্ঠা অবশ্য বলেছিলেন, একটু অপেক্ষা করুন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল।

কক

গ্রেটার কৈলাস আসনটি কৌশলগত কারণেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে দিয়েছে কংগ্রেস। কারণ দিল্লিতে 'মিনি কলকাতা' বলে পরিচিত যে চিত্তরঞ্জন পার্ক এলাকা, সেখানে মূলত বাঙালিদের বাস। এই চিত্তরঞ্জন পার্কের সিংহভাগটা পড়ছে গ্রেটার কৈলাসে। ফলে বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগাতে চান সোনিয়া গান্ধী। পাশাপাশি, আরও একটি কারণ আছে। তা হল, গ্রেটার কৈলাসে ছোটবেলায় একটা দীর্ঘ সময় কাটিয়েছেন নৃত্যশিল্পী শর্মিষ্ঠা। ফলে এখানকার আর্থ-সামাজিক পরিস্থিতি, রাজনীতির রং সবই তাঁর কাছে পরিচিত।

২০১৩ সালের ডিসেম্বরে যে বিধানসভা ভোট হয়, তাতে আম আদমি পার্টি জিতেছিল। এ বার শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ভেলকি দেখাতে পারেন কি না, সেটাই প্রশ্ন।

English summary
President's daughter Sharmistha Mukherjee gets Cong ticket from Greater Kailash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X