For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সতেরো জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা, দৌড়ে কোন দলের প্রার্থী এগিয়ে

১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ফলাফল জানা যাবে ২০ জুলাই। সংখ্যার হিসেবে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি। প্রয়োজন শুধু এআইএডিএমকে ও বিজেডি-কে পাশে পাওয়ার

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আগামী সতেরোই জুলাই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। বুধবার এই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার নসিম জাইদি। সতেরো জুলাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন তিনি। ভোট গণনা হবে বিশে জুলাই।

চব্বিশে জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যকাল শেষ হচ্ছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঝাড়খন্ডের রাজ্যপাল দ্রৌপদী মূর্মুর নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। যদিও এখনও তাতে সিলমোহর পড়া বাকি রয়েছে। অন্যদিকে বিরোধীরাও এখনও কোনও নাম চূড়ান্ত না করলেও গোপালকৃষ্ণ গান্ধীকেই এগিয়ে রাখছেন বলে জানা যাচ্ছে। অবশ্য বিজেপি মনোনিত দ্রৌপদী মূর্মুই যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। অন্তত সমীকরণ সেকথাই বলছে।

কোথায় এগিয়ে বিজেপি?
ইতিমধ্য়ই ওয়াই এস আর কংগ্রেস, এআইএডিএমকে ও টিআরএস বিজেপি মনোনিত প্রার্থীকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছে। বর্তমানে বিজেপি সহ এনডিএ-র হাতে মোট ভোটমূল্য রয়েছে ৫,৩১,৯৫৪। রাষ্ট্রপতি নির্বাচনের জিততে হলে বিজেপির প্রয়োজন আরও ১৭,৪৮৮ ভোট। সেক্ষেত্রে বিজেডি ও এআইএডিএমকে- র সমর্থন পেলে বিজেপি অনায়াসেই কাঙ্খিত সংখ্যা টপকে যেতে পারবে। কারণ এআইএডিএমকে ও বিজেডির ভোটমূল্য যোগ হলে বিজেপির মোট ভোটমূল্য দাঁড়াচ্ছে ৬,২৪,১৯৫। রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ৫,৪৯,৪৪২ ভোটই যথেষ্ট। এআইএডিএমকে ইতিমধ্যে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে, এবার বাকি বিজেডি। ফলে বিজেপি মনোনিত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Parliament Seats Vote Value Total vote value
Lok Sabha 543 708 384,444
Rajya Sabha 233 708 164,964
Total 776 708 549,408

Combined Total voters Total vote value
Members of Legislative Assemblies (elected) 4120 549474
Members of Parliament (elected) 776 549408
Total 4896 1,098,882

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য় পশ্চিমবঙ্গের ভোটমূল্য কত ?
নিয়ম অনুযায়ী রাজ্যের মোট বিধায়কের সংখ্যাকে ১৯৭১ সালে রাজ্যের জনসংখ্যা দিয়ে ভাগ করে ফের ১০০০ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়,সেটাই হয় একজন বিধায়কের ভোটমূল্য।
পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা ২৯৪,
১৯৭১ সালের জনগণনার নিরিখে এরাজ্যের জনসংখ্যা ৪,৪৩,১২,০১১
সেই হিসেবে একজন বিধায়কের ভোটমূল্য ১৫১
এরাজ্যের মোট ভোটমূল্য় ৪৪,৩৯৪

English summary
Presidential poll on 17 July BJP set to win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X