For Daily Alerts
এনপিআরের তালিকায় নাগরিক হিসেবে প্রথম নাম নথিভুক্ত করতে চলেছেন রাষ্ট্রপতি
দেশের নাগরিক হিসেবে এনপিআরে প্রথম নাম নথিভুক্ত করতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১ এপ্রিল থেকে গোটা দেশে কার্যকর হতে চলেছে এনপিআর। সেই তালিকায় প্রথমেই রাষ্ট্রপতি নাগরিক হিসেবে নিজের নাম নথিভুক্ত করবেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে।

ইতিমধ্যেই একাধিক রাজ্য এনপিআরের বিরোধিতায় সরব হয়েছে। বিশেষ করে অবিজেপি রাজ্যগুলি এনপিআরের বিরোধিতা করেছে। পশ্চিমবঙ্গ আগে থেকেই ঘোষণা করেছে এনপিআর করা হবে না। এরতকম একাধিক অবিজেপি রাজ্য এনপিআর না করার সিদ্ধান্ত নিয়েছে।
মোদী সরকার এনপিআর ঘোষণার পরেই জানিয়ে দিয়েছিল এই তালিকা তৈরির জন্য কোনও রকম কাগজ দেখতে চাওয়া হবে না নাগরিকদের উপর। ২০২১ সালের জনগণনার আগে এনপিআর শেষ করে ফেলতে চাইছে মোদী সরকার।