For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে কি এবার রাষ্ট্রপতি শাসন! প্রাক্তন নির্বাচন কমিশনারের মন্তব্য নয়া জল্পনা

প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার টিএস কৃষ্ণমূর্তি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কর্ণাটকে এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন জারিই সবচেয়ে সঠিক পদক্ষেপ হতো।

  • |
Google Oneindia Bengali News

শনিবার কর্ণাটকে যেভাবে আস্থা ভোট হওয়ার কথা ছিল, ঠিক একইভাবে সম্ভবত বৃহস্পতিবার আস্থা ভোট হবে। শনিবার বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া বিএস ইয়েদুরাপ্পা আবেগমথিত ভাষণ দিয়ে ভেজা চোখে পদত্যাগ করেন। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা নেই জেনেই এই পদক্ষেপ। একইভাবে কংগ্রেস-জেডিএস জোটকেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

কর্ণাটকে কি এবার রাষ্ট্রপতি শাসন! প্রাক্তন নির্বাচন কমিশনারের মন্তব্য নয়া জল্পনা

বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এইচডি কুমারস্বামী। বিভিন্ন আঞ্চলিক দলের নেতৃত্ব থেকে শুরু করে নানা রাজ্যের মুখ্যমন্ত্রীদের আহ্বান জানানো হয়েছে। সঙ্গে কংগ্রেসের তরফে সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেস চেয়ারপার্সন সনিয়া গান্ধী তো থাকছেনই।

তবে তার আগে নতুন করে জল্পনা উসকে দিলেন প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার টিএস কৃষ্ণমূর্তি। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কর্ণাটকে সরকার গড়তে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিধানসভা ত্রিশঙ্কু হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন জারিই সবচেয়ে সঠিক পদক্ষেপ হতো।

ঘটনা হল, কংগ্রেস-জেডিএস জোট বৃহস্পতিবার কোনওভাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে গোটা বিষয়টিই এসে পড়বে রাজ্যপালের ঘাড়ে। তিনি তারপরে যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে।

English summary
President's rule would have been right thing to do in Karnataka, says Former CEC TS Krishnamurthy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X