লাদাখে সেনা জওয়ানদের ত্যাগ ও বলিদানের কথা স্মরণ! বীরত্ব জাতির স্মৃতিতে আবদ্ধ থাকবে, বললেন রাষ্ট্রপতি
লাদাখে ভারতীয় সেনা জওয়ানদের ত্যাগ ও বলিদানের কথা স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তিনি লাদাখের গোলওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করেন। তিনি দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার কথা বলেছেন।
সক্রিয় করোনা আক্রান্ত থেকে বাড়ছে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা! এদিনও আক্রান্তের নিরিখে সবার আগে কলকাতা

সোমবার রাতে যুদ্ধ
সোমবার রাতে গালওয়ান উপত্যতার ভারতীয় সেনার সঙ্গে চিনের সেনার যুদ্ধে এক কর্নেল-সহ ২০ জওয়ানের মৃত্যু হয়।

ঐতিহ্যকে তুলে ধরেছে সেনাবাহিনী
রাষ্ট্রপতি বলেছেন, লাদাখের গালওয়ান উপত্যকায় যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁরা সবাই ভারতীয় সেনবাহিনীর ঐতিহ্যকে তুলে ধরেছেন।

পরিবারের প্রতি সমবেদনা
টুইটে রাষ্ট্রপতি বলেছেন, তাঁদের বীরত্ব চিরকালের জন্য জাতির স্মৃতিতে আবদ্ধ হয়ে থাকবে। মৃত সেনা জওয়ানদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। রামনাথ কোবিন্দ আরও বলেছেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তিনি সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য সৈন্যদের অনুকরণনীয় সাহস এবং ত্যাগের কাছে মাথানত করছেন।
