For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মাবত নিয়ে এমনই বার্তা রাষ্ট্রপতির

ঐতিহাসিক বিষয়বস্তু-সহ যে কোনও মতামতের বিরোধিতা করাই যায়। কিন্তু তার জন্য অন্য কারও মর্যাদা নিয়ে উপহাস করা উচিত নয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতির মন্তব্য তাৎপর্যপূর্ণ।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক বিষয়বস্তু-সহ যে কোনও মতামতের বিরোধিতা করাই যায়। কিন্তু তার জন্য অন্য কারও মর্যাদা নিয়ে উপহাস করা উচিত নয়। ৬৯ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মাবত নিয়ে এমনই বার্তা রাষ্ট্রপতির

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নাগরিক মনস্ক সমাজ গঠনের পক্ষে সওয়াল করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর মতে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখার বার্তাও দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমাদের দেশের ভিত্তিই হল সাম্য, ধর্মনিরপেক্ষতা এবং সৌহার্দ্য। তিনি আরও বলেন, ভারতীয় সমাজের বৈশিষ্ট্যই হল সহযোগিতা। একে অন্যের সাহায্যে এগিয়ে যাওয়া। পদ্মাবৎ নিয়ে দেশ জুড়ে যে তাণ্ডব চলেছে, সেই সময়ে রাষ্ট্রপতির এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে, দেশ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের ৬০ শতাংশ নাগরিকের বয়সই ৩৫-এর নিচে। তাঁরাই দেশের ভবিষ্যৎ, বলেছেন রাষ্ট্রপতি।

একইসঙ্গে তিনি অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর মানুষদের দ্রুত আর্থিক উন্নয়ন ঘটানোর কথাও জানিয়েছেন। দেশের স্বাধীনতার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদানের কথা স্মরণ করার কথাও জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম ভাষণে, রামনাথ কোবিন্দ বলেন, নাগরিক মনস্ক প্রতিবেশীর মাধ্যমেই নাগরিক মনস্ক দেশ গড়ে তোলা সম্ভব। অন্যদের অসুবিধা না করেই উৎসব পালন এবং প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

English summary
President Ramnath Kovind attacked the groups who carried protest against film Padmaavat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X