রাম মন্দির নির্মাণের অনুদান সংগ্রহ শুরু, রাষ্ট্রপতি দিলেন ৫ লাখ টাকা
শুরু হয়ে গেল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের তহবিল গঠনের কাজ। আর তার শুরুতেই এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৫ লাখ টাকা ব্যক্তিগতভাবে তহবিলে দান করলেন।

এদিন , রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাম মন্দির ট্রাস্টের হাতে এই পরিমাণ অর্থ তুলে দেন। এদিকে, সংক্রান্তি মিটতেই মাঘ মাসের শুরু থেকে গোটা দেশে রাম মন্দির ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদ মিলে গোটা দেশে আজ থেকে তহবিল গঠনের কাজ শুরু করেছে। এই অভিযান আগামী দেড় মাস চলবে বলে খবর। অভিযানের নাম 'রামমন্দির ধন সংগ্রহ অভিযান'।
মূলত, কুপনের মাধ্যমে এই অর্থ আদায়ের কথা বলা হয়েছে। ১০, ১০০, ১০০০ টাকার কুপন রয়েছে রামমন্দির গঠনের তহবিলে। যাঁরা ২০০০ টাকার বেশি অনুদান দিতে চান,তাঁরা অন্য ধরনের রসিদ পাবেন। যাতে আয়করের ক্ষেত্রে সমস্যা না হয়। এদিন রাষ্ট্রপতির অনুদানের পর, এই অভিযানের প্রবর্তী কর্মসূচি রয়েছে উপরাষ্ট্রপতি বেঙ্কাইডা নাইডুর বাসভবনে। এই অভিযানের মাধ্যমে ১৩ কোটি পরিবারের কাছে পৌঁছে যেতে চলেছে নবিশ্ব হিন্দু পরিষদ সহ ট্রাস্টের সদস্যরা। শুধু রাষ্ট্রপতিই নন, প্রধানমন্ত্রী থেকে শুরি করে দেশের বাইরের বহু জনের কাছেও ট্রাস্ট যাবে বলে খবর।
