For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনবার খারিজের পর গুজরাট অ্যান্ট টেরর বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

তিনবার খারিজের পর গুজরাট অ্যান্ট টেরর বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

Google Oneindia Bengali News

পর পর তিনবার খারিজের পর অবশেেষ চতুর্থবারে গুজরাট অ্যান্টি টেরর বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিলের একাধিক পর্যায়ে গলদ রয়েছে জানিয়ে পর পর তিনবার ফিরিয়ে দেওয়া হয়েছিল বিলটি।

তিনবার খারিজের পর গুজরাট অ্যান্ট টেরর বিলে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি

এই বিলে বলা হয়েছে কোনও আটক ব্যক্তির পুলিস সুপারের কাছে দেওয়া বয়ান প্রমাণ হিসেবে গন্য হবে। এই বিলের অনুমোদনের কারণে সন্ত্রাস দমনে পুলিসের শক্তি বৃদ্ধি হল। শুধু সন্ত্রাস দমনই নয় চিটফান্ড, সুপারি দিয়ে খুন, মাদক পাচার সহ একাধিক অপরাধ দমনে আরও তৎপর হতে পারবে পুলিস।

মঙ্গলবার গান্ধীনগরে এই বিলের অনুমোদনের কথা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, এতোদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ হল। মোদী গুজরােটর মুখ্যমন্ত্রী থাকাকালীনই পর পর দুবার বিলটি ফিরিয়ে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি।

২০০৪, ২০০৮ এবং ২০১৫ সালে পর পর তিনবার রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম, রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সময়ে বিলটি ফিরে দেওয়া হয়েছিল। পুনরায় গুজরাট সরকার কিছু রদবদলের পর বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠায়। এবার আর ফিরিয়ে দেওয়া হয়নি। মোদীর এই প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে।

English summary
President Kovind has given his nod to the controversial Gujarat Anti Terror Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X