নববর্ষে পৌষ পার্বণের শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দের, ভুল বুঝতে পেরেই ডিলিট হল টুইট
দেশব্যাপী লকডাউনের ২১ তম দিনে বাংলার নববর্ষ উৎসব। যা নিয়ে এদিন সকালে টুইট করেন রাষ্ট্রপতি। কিন্তু সেখানে বড় ভুল থেকে গিয়েছিল। নজরে আসার পর প্রায় ঘন্টা দুয়ের পরে সেই টুইট ডিলিট করে নতুন টুইট করা হয় রাষ্ট্রপতির তরফে। যদিও তারই মধ্যে সেই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে বিশ্লেষণ।

নববর্ষে পৌষ পার্বণের শুভেচ্ছা রাষ্ট্রপতি কোবিন্দের
সকাল ৯.২৮ -এ করা সেই টুইটে শুভ পৌষ পার্বণ উপলক্ষে রাজ্যের মানুষকে তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালিদের শুভেচ্ছা জানানো হয়েছিল। কিন্তু তা চোখে পড়তেই রাষ্ট্রপতির অফিসের সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

পরে সংশোধন
সকাল ১১.০২ মিনিটে পয়লা বৈশাখ নিয়ে সংশোধিত টুইটটি করা হয় রাষ্ট্রপতি টুইটার অ্যাকউন্ট থেকে।

ভুল শুধরে নেওয়ার জন্য রাষ্ট্রপতিতে ধন্যবাদ
ভুল শুধরে নেওয়ার জন্য রাষ্ট্রপতি ধন্যবাদও জানান অনেকে। কাউকে কাউকে মন্তব্য করতে দেখা যায় ভুল মানুষেই করে।

বাংলায় শুভেচ্ছা বার্তা মোদীর
এদিন সকালে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদীর। কেননা দেশব্যাপী লকডাউনের ২১ তম দিনেই বাংলায় নববর্ষ। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন বলেছেন প্রধানমন্ত্রী।

করোনা যুদ্ধে শাহরুখ তুলে দিলেন বড়সড় হাতিয়ার! মহারাষ্ট্র সরকারের কাছে কী পৌঁছল