পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও নিজামুদ্দিনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি
আনন্দ বিহারে পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও নিজামুদ্দিনের তাবলিঘি জামাতে ধর্মীয় সমাবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি জানিয়েছেন যে দেশের এই দুই ঘটনা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই চলছিল তাতে আঘাত হেনেছে।

রাষ্ট্রপতি ও উপ–রাষ্ট্রপতির ভিডিও কনফারেন্স
দেশে করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। বৈঠকের মূল বিষয়, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে জোরদার করা। এদিন গর্ভনর, লেফটেন্যান্ট গর্ভনর ও সব রাজ্যের প্রশাসন ও কেন্দ্রীয় অঞ্চলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন রাষ্ট্রপতি।

কেউ যেন ক্ষুধার্ত না থাকেন
এই ভিডিও কনফারেন্সে রাষ্ট্রপতি জোর দিয়ে জানিয়েছেন যে লকডাউনের সময় যেন কেউ ক্ষুধার্ত না থাকে। তিনি আশ্রয়হীন, বেকার ও সমাজের দুর্বল স্তরের মানুষরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়েও নজর দিতে বলেন তিনি। কোবিন্দ বলেন, ‘আমাদের একটু বেশি সংবেদনশীল হতে হবে তাঁদের প্রয়োজনের প্রতি।' তিনি এও জানান যে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি অভাবগ্রস্থদের জন্য সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করার সময়, সামাজিক দূরত্বের প্রশ্নে কোনও আপস না করা উচিত সেদিকে খেয়াল রাখতে হবে।


কোবিন্দ ধনব্যাদ জানিয়েছেন চিকিৎসক–স্বাস্থ্য কর্মীদের
দেশের বেশ কিছু জায়গায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে কোবিন্দ উদ্বেগ প্রকাশ করেন। তিনি চিকিৎসক এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যারা তাঁদের জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সমাজ, জাতি এবং মানবতার সেবা করে চলেছেন।