For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

আজ দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে 'প্রজাতন্ত্র দিবস’। ৭৪ তম 'প্রজাতন্ত্র দিবস’ পালং করছেন ভারতবাসী। গত বছর থেকে রাষ্ট্রপতি পদের দায়িত্ব সামলে আসছেন দ্রৌপদী মুর্মু। এই প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পতাকা উত্তোলন করেছেন। দিল্লির 'কর্তব্য পথ’-এ চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান। উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কুচকাওয়াজের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-কে।

অশ্বারোহী রেজিমেন্ট অংশ নিল প্যারেড

অশ্বারোহী রেজিমেন্ট অংশ নিল প্যারেড

প্রতি বছরের মতো এই বছরও ঐতিহ্য বজায় রেখে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন থেকে জাতীয় সঙ্গীতের সঙ্গে ২১ টি বন্দুক দিয়ে গান স্যালুটও দেওয়া হয়। তবে এই প্রথমবার ১০৫ মিমি ভারতীয় ফিল্ডগান থেকে একটি আনুষ্ঠানিক স্যালুট নিক্ষেপ করা হয়েছিল। এই প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল বিকাশ কুমার। প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথের প্যারেডে অংশ নিল ৬১তম অশ্বারোহী বাহিনী। এটি বিশ্বের একমাত্র সক্রিয় অশ্বারোহী রেজিমেন্ট।

 রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়

রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়

দিল্লির 'কর্তব্য পথ'-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পৌঁছাতেই তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে পতাকা উত্তোলন করেন বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কোমল রানি। সেই সঙ্গে বাজানো হয় জাতীয় সঙ্গীত ও গান স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয় তাঁকে। রাষ্ট্রপতিকে স্যালুট জানিয়েছেন লেফটেন্যান্ট সিদ্ধার্থ ত্য়াগীও। রাষ্ট্রপতি মুর্মু প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহিলা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মার্চিং কন্টিনজেন্টের স্যালুট গ্রহণ করলেন।

 প্রধান অতিথি

প্রধান অতিথি

এবার কুচকাওয়াজের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-কে।মিশরীয় সশস্ত্র বাহিনীর কম্বাইন্ড ব্যান্ড এবং মার্চিং দল প্রথমবারের মতো কর্তব্যপথে প্যারেডে অংশ নিচ্ছে। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মাহমুদ মহম্মদ আবদেল ফাত্তাহ এল খারাসাউয়ি।

 কেন এই বারের প্রজাতন্ত্র দিবস বিশেষ

কেন এই বারের প্রজাতন্ত্র দিবস বিশেষ

দ্রৌপদী মুর্মুকে তাঁর বাসভবন থেকে বেরোবার সময় তাঁর দেহরক্ষীদের ডার্ক বে রঙের পোশাকে দেখা গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র রেজিমেন্ট। ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস একটু বিশেষ। কারণ 'দ্য প্রেসিডেন্ট বডিগার্ড'-এর ২৫০ বছর পূর্ণ হয়েছে। যেটি ১৭৭৩ সালে প্রথম বারানসীতে শুরু হয়েছিল। রাষ্ট্রপতির সঙ্গে দেখা গেছে দেহরক্ষীর কমান্ড্যান্ট, কর্নেল অনুপ তিওয়ারিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গাড়ির বামদিকে ছিলেন রেজিমেন্ট সেকেন্ড-ইন-কমান্ড, লেফটেন্যান্ট কর্নেল রমাকান্ত যাদব। ভারতীয় নৌবাহিনীর ব্রাস ব্যান্ড বাহিনীর গানের সুর 'জয় ভারতী' বাজিয়ে প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে নেমেছে।

এবারের কুচকাওয়াজে অংশ নিলেন মিশরের একটি সেনাদলও

এবারের কুচকাওয়াজে অংশ নিলেন মিশরের একটি সেনাদলও

এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের লক্ষ্য মাত্রা ছিল কেন্দ্রের। তাই এই বিশেষ দিনে শ্রমজীবী সম্প্রদায় ও তাঁদের পরিবারের কয়েকজনকে আমন্ত্রণ করা হয়েছে। ভবনীশ কুমার। সেনার তরফে কুচকাওয়াজে অংশ নিয়েছেন পঞ্জাব রেজিমেন্ট, মারাঠা লাইট ইনফ্যান্টি, ডোগরা রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট। কুচকাওয়াজে আছেন মিশরের একটি সেনাদলও।

Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের লালচকে উড়ল তেরঙ্গা, আটারি সীমান্তে পতাকা উত্তোলন BSF-রRepublic Day 2023: প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের লালচকে উড়ল তেরঙ্গা, আটারি সীমান্তে পতাকা উত্তোলন BSF-র

English summary
president droupadi murmu hoisted the national flag on republic day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X