For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বাছলেন রাষ্ট্রপতি

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি বাছলেন রাষ্ট্রপতি

Google Oneindia Bengali News

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হলেন ভারতের পরবর্তী প্রধান বিচারপতি। সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বেছে নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী কিরেন রিজিজু সোমবার জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি চন্দ্রচূড়কে পরবর্তী বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন ৯ নভেম্বর থেকে।

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি চন্দ্রচূড়

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি চন্দ্রচূড়

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে যিনি নিযুক্ত হয়েছেন সেই ডিওয়াই চন্দ্রচূড়ের পুরো নাম হল ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি পাস করেছেন। ইনলাক্স স্কলারশিপ অর্জনের পর তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স এবং জুরিডিক্যাল সায়েন্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

পিতার পর ভারতের প্রধান বিচারপতি পুত্রও

পিতার পর ভারতের প্রধান বিচারপতি পুত্রও

ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের পিতা ছিলেন যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ছিলেন ভারতের ১৬তম প্রধান বিচারপতি। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালের ২৮ অগাস্ট ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি সবথেকে বেশি সময়ের প্রধান বিচারপতি ছিলেন। ভারতের ইতিহাসে ৭ বছর চার মাস প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

চন্দ্রচূড় বম্বে হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে

চন্দ্রচূড় বম্বে হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে

বর্তমানে তাঁর পুত্র ডি ওয়াই চন্দ্রচূড় বম্বে হাইকোর্টের বিচারপতি হওয়ার আগে গুজরাত, কলকাতা, এলাহাবাদ, মধ্যপ্রদেশ ও দিল্লির হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। তিনি কোম্পানি আইন বোর্ড, ট্রেড প্র্যাকটিস কমিশন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট বোর্ড এবং বেশ কয়েকটি জাতীয় ও রাজ্য কমিশনের সামনে সাক্ষ্য দেন।

আইনজীবী হিসেবে বিচারপতি চন্দ্রচূড়ের সবথেকে উল্লেখযোগ্য মামলা

আইনজীবী হিসেবে বিচারপতি চন্দ্রচূড়ের সবথেকে উল্লেখযোগ্য মামলা

১৯৯৮ সালে বোম্বে হাইকোর্টে তিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হন। ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। একজন আইনজীবী হিসেবে বিচারপতি চন্দ্রচূড়ের সবথেকে উল্লেখযোগ্য মামলাগুলো ছিল সাংবিধানিক ও প্রশাসনিক আইন, এইচআইভি পজিটিভ কর্মচারীদের অধিকার, ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের অধিকার এবং শ্রম ও শিল্প প্রবিধান নিয়ে আলোচনা করা।

২০২২-এর ৯ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত

২০২২-এর ৯ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত

২০০০ সালের ২৯ মার্চ বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। তারপর ২০১৩ সালের ৩১ অক্টোবর এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১৬ সালের ১৩ মে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। আর ২০২২-এর ৯ নভেম্বর তিনি ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। ওইদিন তিনি শপথবাক্য পাঠ করবেন। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

English summary
President Droupadi Murmu appoints DY Chandrachud as next chief justice of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X