For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামারি শীঘ্রই শেষ হবে এই চিন্তা অবাস্তব ও অপরিণত, স্পষ্ট করে জানালো হু

Google Oneindia Bengali News

গত বছর চিন থেকে মারণ করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারির সৃষ্টি করেছে। যদিও গত বছরের শেষের দিক থেকেই বিভিন্ন দেশের পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে যাওয়ায় ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে দিয়েছিল বিশ্ববাসী। তবে এ প্রসঙ্গে অন্য সুর শোনা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। সোমবার হু–এর শীর্ষ আধিকারিকেরা জানিয়েছেন যে বছরের শেষে মহামারি বন্ধ হয়ে যেতে পারে, এ ধরনের ভাবনা '‌অপরিণত’‌ ও '‌অবাস্তব’‌। তবে সাম্প্রতিক করোনা ভ্যাকসিন নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার হ্রাস করতে পারে। হু–এর জরুরিকালীন কার্যক্রমের ডিরেক্টর ডাঃ মিশেল রায়ান জানিয়েছেন যে এখনই বিশ্বের একক মনোযোগ হওয়া উচিত কোভিড–১৯ এর সংক্রমণ যতটা সম্ভব কম রাখা।

মহামারি শীঘ্রই শেষ হবে এই চিন্তা অবাস্তব ও অপরিণত


সাংবাদিকদের সামনে বক্তব্য করতে গিয়ে তিনি বলেন, 'আমরা যদি স্মার্ট হই তবে হাসপাতালে ভর্তি ও মৃত্যু সহ মহামারির সঙ্গে জড়িত ট্র‌্যাজেডি বছরের শেষে শেষ করে দিতে পারি।’ রায়ান জানান যে তথ্যের ওফর ভিত্তি করে হু আশ্বস্ত করতে পারে যে বহু লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন ভাইরাসের সংক্রমণের তীব্রতাকে হ্রাস করতে পারে। রায়ান বলেন, '‌যদি ভ্যাকসিনগুলির প্রভাব শুধুমাত্র মৃত্যু ও হাসপাতালে ভর্তির ওপর প্রভাব না ফেলে তাৎপর্যপূর্ণভাবে সংক্রমণ ও সংক্রমণের ঝুঁকির ওপর প্রভাব ফেলে তাহলে আমাদের বিশ্বাস আমরা মহামার রোধ করতে সফল হব।’ তবে রায়ান এও সতর্ক করে জানিয়েছেন যে মহামারি পুরোপুরো চলে যাওয়ার কোনও নিশ্চয়তা এখনই নেই। বরং তিনি বলেন, '‌বর্তমানে ভাইরাসটি অত্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে।’‌‌

হু–এর ডিরেক্টর–জেনারেল যদিও জানান যে এটা খুবই দুঃখজনক কিছু ধনী দেশগুলিতে ঝুঁকিতে থাকা স্বাস্থ্য কর্মীদের আগে তরুণ ও স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্করা টিকা গ্রহণ করছেন। টেড্রোস আধনম ঘেব্রেইয়াস বলেছেন, রাষ্ট্রপুঞ্জের-সমর্থিত প্রচেষ্টা কোভাক্সের সরবরাহ করা টিকাদান এই সপ্তাহে ঘানা এবং আইভরি উপকূলে শুরু হয়েছে, তবে তিনি খুব হতাশার সুরে জানন যে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশগুলি তাদের নিজস্ব জনবসতিতে টিকা দেওয়া শুরু করার মাত্র তিন মাস পরে এই ঘটনা ঘটছে। তিনি বলেন, '‌একে–অপরের সঙ্গে দেশগুলি দৌড় প্রতিযোগিতা করছে না। এটা ভাইরাসের বিরুদ্ধে সাধারণ প্রতিযোগিতা। আমরা দেশগুলিকে কখনই বলব না যে নিজেদের জনসংখ্যাকে ঝুঁকিতে ফেলে দিক। আমরা সব দেশকে সর্বত্র এই ভাইরাস দমনে বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ হতে বলছি।’‌ ‌ ‌

English summary
The epidemic is not over by the end of this year, WHO said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X