For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রীতি-নেস কাণ্ড: ৯ সাক্ষীর তালিকা দিলেন নেস ওয়াদিয়া, ৪৮ ঘন্টায় হতে পারে জিজ্ঞাসাবাদ

Google Oneindia Bengali News

প্রীতি-নেস কাণ্ড: ৯ সাক্ষীর তালিকা দিলেন নেস ওয়াদিয়া, ৪৮ ঘন্টায় হতে পারে জিজ্ঞাসাবাদ
মুম্বই, ৩ জুলাই: প্রীতি নেস কাণ্ডে প্রীতির তরফের সাক্ষীদের জবানবন্দী ইতিমধ্যে নেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এরই মধ্যে নেস তাঁর পক্ষের ৯ জন সাক্ষীর নামের তালিকা পাঠাল পুলিশের কাছে। এই সাক্ষীদেরও বক্তব্য শোনা হোক, চান নেস। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রেকর্ড করা হতে পারে নেসের বয়ানও।

মেরিন ড্রাইভের থানার তদন্তকারী অফিসারের কাছে একটি চিঠি লিখে পাঠিয়েছেন নেস। চিঠিতে তিনি আবারও জানিয়েছেন, প্রীতি তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির যে মামলা করেছেন তা মিথ্যা। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের ৩০ মে কিংস ইলেভেন পাঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংসয়ের খেলায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন তাদের তালিকা পাঠাচ্ছি। আমাদের বিশ্বাস যারা সেদিন স্টেডিয়ামে সন্ধ্যাবেলায় উপস্থিত ছিলেন তাঁরা স্বতন্ত্র ও সত্য বিষয়বস্তুটি তুলে ধরবেন। প্রীতি জিনটা আমার বিষয়ে যে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন সে বিষয়ে এঁরা বাস্তবটা উদঘাটন করতে সহায়তা করবে।

নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এফআইআ দায়ের করার পর এই প্রথমবার এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন তিনি। ওয়াদিয়ার সাক্ষী তালিকায় যে নামগুলি রয়েছে তা হল : সেরিকা লাল,লরেট জোসেফ,পূজা দাদলানি,অ্যানেলাইন অ্যাডামস,ফারহা ওমারভয়, সুইটি বর্মন, কমলেশ সাহা, রায়ান মুস্তাফা এবং শরৎ নাথ।

১২ জুন নিজের অভিযোগে প্রীতি জানিয়েছিলেন, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচ চলাকালীন নেস ওয়াদিয়া তাঁর শ্লীলতাহানি করেছেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাঁকে হুমকি দিয়েছেন। উল্লেখ্য প্রীতি ও নেসের ৫ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও দুজনে নিজেদের ব্যাবসায়িক জোট বজায় রেখেছিলেন।

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি বিশাল বড় পোস্ট করেন প্রীতি, কেন তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানালেন তিনি তার পূর্ণ ব্যাখ্যা প্রীতি দিয়েছেন ওই পোস্টে। পোস্টটি নীচে দেওয়া হল।

<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/officialpz/posts/1454665668123997" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/officialpz/posts/1454665668123997">Post</a> by <a href="https://www.facebook.com/officialpz">Real Preity Zinta</a>.</div></div>

প্রীতির জিনতার অভিযোগের ভিত্তিতে মেরিন ড্রাইভের পুলিশ নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা ছাড়াও ৩৫৪ ধারা (হেনস্থা বা অপরাধমূলক অভিপ্রায় নিয়ে মহিলার উপর বল প্রয়োগ ও তাঁর সম্মানহানি), ৫০৪ ধারা (শান্তিভঙ্গ করতে ইচ্ছাকৃত অপমান), ৫০৬ ধারা (অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য শাস্তি) এবং ৫০৯ ধারায় (শব্দ, অঙ্গভঙ্গি ও কার্যকলাপের দ্বারা মহিলার সম্মানহানির চেষ্টা) অভিযোগ আনা হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার রবীন্দ্র শিসভে জানিয়েছেন, চিঠিটির প্রাসঙ্গিকতা খতিয়ে দেখা হবে। প্রয়োজন পড়লে চিঠিতে উল্লিখিত সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে।

English summary
Preity Zinta case: Wadia gives names of 9 witnesses, questioning likely in 48 hrs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X