For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধূমপানের প্রতিবাদ করায় গর্ভবতী মহিলাকে চলন্ত ট্রেনে খুন

এক্সপ্রেস ট্রেনে সহযাত্রী ধূমপান করায় শুধুমাত্র প্রতিবাদ করেছিলেন মহিলা। যার জেরে খুন হতে হল তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

ছট পুজো উপলক্ষ্যে বিহারে নিজের বাড়িতে পরিবার নিয়ে ফিরছিলেন এক বছর ৪৫ এর মহিলা। গর্ভবতীও ছিলেন। এক্সপ্রেস ট্রেনে সহযাত্রী ধূমপান করায় শুধুমাত্র প্রতিবাদ করেছিলেন। যার জেরে খুন হতে হল তাঁকে।

ধূমপানের প্রতিবাদ করায় গর্ভবতী মহিলাকে চলন্ত ট্রেনে খুন

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পঞ্জাব-বিহার জালিয়ানওয়ালা এক্সপ্রেসে। মহিলার নাম চিনত দেবী। পরিবার নিয়ে সাধারণ বগিতে যাত্রা করছিলেন তিনি। সহযাত্রী সোনু যাদব পাশে বসেই ধূমপান করায় অস্বস্তি হচ্ছিল। প্রতিবাদ করেন তিনি।

শাহজাহানপুরের জিআরপি-র ইন-চার্জ একে পাণ্ডে জানিয়েছেন, চিনত দেবী প্রতিবাদ করার পরই বচসা শুরু হয়। অভিযুক্ত সোনু যাদব পরিবারের সামনে মহিলাকে মারধর করতে শুরু করে। গুরুতর আহত হন চিনত দেবী।

[আরও পড়ুন:চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন][আরও পড়ুন:চলন্ত ট্রেনের তলায় থেকেও রক্ষা গার্ডের! পুরস্কার ঘোষণা রেলের, ভিডিওতে দেখুন]

শাহজাহানপুরে ট্রেন থামলে মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনা ছাড়া মৃত্যুর আর কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

মৃতার পরিবার ছট পুজোয় অংশ নিতে বিহারে ফিরছিল। মাঝপথে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

English summary
Pregnant woman killed for objecting to smoking in train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X