For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক বিধানসভার দখল নেবে কে? কী বলছে সি-ফোর এর সাম্প্রতিক সমীক্ষা

কর্ণাটক বিধানসভা নির্বাচনে শেষ হাসি কে হাসবে? সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভা নির্বাচনে শেষ হাসি কে হাসবে? সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য। সি-ফোর দ্বিতীয় প্রাক-নির্বাচনী সমীক্ষা চালিয়ে তার রিপোর্ট পেশ করেছে। আর তাতে দেখা যাচ্ছে, সিদ্দারামাইয়া সরকার সুবিধাজনক অবস্থায় রয়েছে। সি-ফোর সমীক্ষা বলছে, কংগ্রেস ২২৪টি বিধানসভার মধ্যে ১১৮-১২৮টির মধ্যে আসন পাবে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা যদি নাও পায়, জেতার একেবারে কাছাকাছি চলে যাবে সিদ্দারামাইয়ার দল।

কর্ণাটক বিধানসভার দখল নেবে কে? কী বলছে সাম্প্রতিক সমীক্ষা

বিজেপির ক্ষেত্রে সমীক্ষা বলছে, ইয়েদুরাপ্পার দল ৬৩-৭৩টি আসন পাবে। অন্যদিকে জেডিএস ২৯-৩৬টি আসন পাবে। এছাড়া অন্যান্যরা ২-৭টি আসন পাবে।

২০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে সি-ফোর কর্ণাটকে প্রাক-নির্বাচনী সমীক্ষা চালিয়েছে। ৬১টি বিধানসভা থেকে ৬২৪৭জনের ভোট নেওয়া হয়েছে। মোটামুটি সমস্ত অঞ্চলগুলিকেই কভার করা হয়েছে।

বিভিন্ন আলাদা গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে থেকে সমীক্ষা করা হয়েছে। সি-ফোর এর দাবি, সমীক্ষার ফল ও আসন ফলাফলে প্লাস-মাইনাস ২ এর ফারাক বা মার্জিন অব এরর হবে। বাকী ৯৫ শতাংশ ক্ষেত্রেই তা মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

English summary
Pre poll survey on Karnataka conducted by C fore says the Congress would end up with 118-128 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X