For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজোড়া লকডাউনের জের! পরিযায়ী কৃষকের অভাবে সঙ্কটে প্রাক বর্ষার কৃষিকাজ

দেশজোড়া লকডাউনের জের! পরিযায়ী কৃষকের অভাবে সঙ্কটে প্রাক বর্ষার কৃষিকাজ

  • |
Google Oneindia Bengali News

চতুর্থ দফার লকডাউন শেষে ইতিমধ্যেই শুরু হয়েছে পঞ্চম দফার লকডাউন। এদিকে একটানা লকডাউনের জেরে ক্রমেই আরও সঙ্কটে দেশের কৃষিব্যবস্থা। বাজারঘাট থেকে শুরু করে বীজ, সার সমস্ত কিছুর যোগান ও সরবরাহ পর্যাপ্ত না থাকায় বড়সড় ক্ষতি প্রাক-বর্ষা কৃষিকাজেও।

দেশজোড়া লকডাউনের জের! পরিযায়ী কৃষকের অভাবে সঙ্কটে প্রাক বর্ষার কৃষিকাজ


একাধিক জায়গায় পরিবহনে নিষেধাজ্ঞা থাকায় এখনও পর্যন্ত মজদুর, বিভিন্ন জায়গার ভাগ চাষীরাও অন্যত্র ফসল ফলানোর জন্য যেতে পারছেন না। যার জন্য ব্যহত হচ্ছে কৃষিকাজ। এই প্রসঙ্গে বলতে গিয়ে উত্তর মহারাষ্ট্রের বেশ কয়েক বিঘা জমির মালিক কৈলাশ পাটিল বলেন, “গত বছরের মে মাসে তুলোর বীজ বপন করি। কিন্তু যথেষ্ঠা রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি নষ্ট হতে বসেছে। এই বছর জলের যোগান থাকলেও চাষের জন্য মজদুরদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশিরভাগই মজুরই মধ্যপ্রদেশ থেকে আসত। কিন্তু লকডাউনে নিষেধাজ্ঞার জেরে তারা কেউই এখন আর আসতে পারছেন না।”

পাতিল একা নন। একই গল্প শুনতে পাওয়া যাচ্ছে মহারাষ্ট্রের বেশিরভাগ বড় জমির মালিকদের কাছেই। এতদিন উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ থেকে আসা পরিযায়ী কৃষকেরা তাদের জমিতে কাজ করত। যার জেরে বর্তমানে শ্রমের অভাবে ধুঁকছে কৃষি ব্যবস্থা। পাশাপাশি কৃষিক্ষেত্র ছাডা়ও শ্রমের ঘাটতির মুখোমুখি হচ্ছে নির্মাণ ক্ষেত্রও। সেখানেও লকডাউনে জেরে শ্রমিকের অভাব থাকায় বিভিন্ন ছোট-বড় প্রকল্পের কাজ থমকে রয়েছে।

এখনও রেশ কাটেনি আম্ফানের! হাটু জলে ভাসছে থানা, পশু চিকিৎসালয়এখনও রেশ কাটেনি আম্ফানের! হাটু জলে ভাসছে থানা, পশু চিকিৎসালয়

English summary
pre monsoon farming in crisis due to lack of migrant farmers after the country wise lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X