For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভ মেলায় সিরিয়াল কিলার! কাদের টার্গেট, জানাল পুলিশকে

কুম্ভ মেলাতেও সিরিয়াল কিলার। তবে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে কালুয়া প্যাটেল ওরফে সুভাষ ওরফে সাইবাবা বলে সনাক্ত করাগিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কুম্ভ মেলাতেও সিরিয়াল কিলার। তবে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে কালুয়া প্যাটেল ওরফে সুভাষ ওরফে সাইবাবা বলে সনাক্ত করা গিয়েছে। পুলিশের দাবি, ৩৮ বছর বয়স্ক ওই অভিযুক্ত এর আগে ১০ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে।

কুম্ভ মেলায় সিরিয়াল কিলার! কাদের টার্গেট, জানাল পুলিশকে

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,জেলার লালাপুরের বাসিন্দা ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, যাঁরা তাকে দেখে মজা করত, তাদেরই সে টার্গেট করত।

ধৃতের কাছ থেকে পুলিশ একটি রক্তমাখা কুঠারও উদ্ধার করেছে। এলাহাবাদের এসএসপি নীতীন তিওয়ারি জানিয়েছেন, গত প্রায় ছয়মাস আগে থেকে, অভিযুক্তের সন্ধান করছিল পুলিশ। এরপর পুলিশের সামনে কুঠার সহ পড়ে যায় সে। ধরা পড়ার পর প্রশ্নের উত্তরে সে জানানয় গত কয়েকবছরে সে অন্তত ১০জনকে হত্যা করেছে সে। তবে সে জানিয়েছে, ঘুমন্ত শ্রমিকদেরই সে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, কুঠার দিয়ে ওই ব্যক্তি সরাসরি গলায় আঘাত করত। এক আঘাতেই কোনও ব্যক্তির মৃত্যু হত।

পুলিশের তরফে ধৃত ব্যক্তির মস্তিষ্ক বিকৃতির কথাও বলা হয়েছে। আরও বলা হয়েছে, গত বছরের কিদগঞ্জে দুর্গা পুজো পার্কে ২ শ্রমিক এবং ২৭ নভেম্বর দরিয়াগঞ্জে একজনকে হত্যা করেছিল। এরপর ২৪ ডিসেম্বর, ১০ জানুয়ারি এবং ১৩ জানুয়ারি যথাক্রমে কোথা পারচা, ত্রিবেণী দর্শন রোড এবং উদাসীন আখাড়া ক্যাম্পাসের বাইরে সবমিলিয়ে ৩ জন হত্যা করেছিল।

English summary
Prayagraj police catch 'serial killer' roaming in Kumbh Mela with blood-soaked axe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X