রামমন্দির ইস্যুতে 'গরুর ছবি'-র প্রসঙ্গ তুলে মোদী সরকারকে তোপ প্রবীণ তোগাড়িয়ার
কেন্দ্রীয় সরকার মঙ্গলবারই অযোধ্যায় রাম মন্দির ইস্যিুতে বড় পদক্ষেপ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। অযোধ্যার অবিতর্কিত জমি মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে মোদী সরকার।

লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের রামমন্দির ইস্যুতে এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি বড় দিক বলে মনে করছেন অনেকে। এদিকে, রামমন্দির ইস্যুতে বিজেপি তথা মোদী সরকাররে চরম তোপ দেগেছেন প্রবীণ তোগাড়িয়া। তিনি বলেন , রামমন্দির ইস্যুতে বিজেপির এই পদক্ষেপ ১৫ লাখ টাকার প্রতিশ্রুতির মতোই। আন্তর্জাতিক হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া বলেন,' হিন্দুরা সেই জমি চাইছে যেখানে রাম বিরাজমান। আর সরকার সেই জমির কথা বলছে যা তার সংলগ্ন। এটা খানিকটা এরকম যে, হিন্দুরা চাইছে দুধ আর সরকার কাগজে গরুর ছবি বানিয়ে দিয়ে দিচ্ছে।'
প্রবীণ তোগাড়িয়ার দাবি, যদি সরকারের হিন্দুদের নিয়ে এতই চিন্তা ছিল, তাহলে এই নিয়ে সংসদে কেন আইন আনা হল না?এদিন, বিএইচপির নেতা অলোক কুমার জানান , বিতর্কিত জমি নিয়ে ফয়সলা হলে তবেই গোটা বিবাদের অবসান হবে।