For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চেষ্টা করে দেখুন সিএএ, এনআরসি লাগু করার', অমিত শাহকে প্রকাশ্য চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

  • |
Google Oneindia Bengali News

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে নাগরিকত্ব ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের কট্টর দেশের ভোট-রাজনীতির 'চাণক্য' প্রশান্ত কিশোর। বিহারে এনডিএ শরিক দল জেডিইউ এর এই সদস্যের নাগরিকত্ব ইস্যুতে মোদী বিরোধিতা নিয়ে বিহারের রাজনীতি ক্রমাগত সরগরম হচ্ছে, যার প্রভাব বাংলা সহ জাতীয় স্তরেও পড়বে বলে মনে করা হচ্ছে। আর এদিন, কার্যত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সিএএ ইস্যুতে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে দিলেন প্রশান্ত কিশোর।

 শাহকে কিশোরের চ্যালেঞ্জ সিএএ নিয়ে

শাহকে কিশোরের চ্যালেঞ্জ সিএএ নিয়ে

এদিন একটি টুইটে প্রশান্ত কিশোর বলেন, 'মানুষের প্রতিবাদকে অমান্য করা কোনও সরকারের শক্তি হতে পারে না। অমিত শাহ জি, যাঁরা সিএএ এনআরসি নিয়ে প্রতিবাদ করছেন তাঁদের প্রতি আপনার যদি কোনও ভাবনাই না থাকে, তাহলে এগিয়ে যাচ্ছেন না কেন, আর চেষ্টা করছেন না কেন সিএএ , এনআরসি লাগু করার.. যা আপনি দম্ভের সঙ্গে ঘোষণা করেছিলেন।'

এর আগে অমিত শাহের হুঙ্কার...

ঠিক যে মেজাজে সংসদে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন যে এনআরসি হবেই আর সারা দেশেই তা লাগু হবে, সেই মেজাজেই মঙ্গলবার লখনউয়ের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ জানিয়ে দেন যে , প্রতিবাদ যতই হোক, সিএএ সারা দেশে লাগু হবে। তিনি বলেন, 'আমরা প্রতিবাদকে ভয় পাইনা। আমরা প্রতিবাদের মধ্য দিয়েই জন্মেছি, বেড়ে উঠেছি। আমরা বিরোধী দল হয়েও যা বলেছি, ক্ষমতাসীন দল হয়েও একই কথা বলছি। '

 বিহারের রাজনীতি ও কিশোর ফ্যাক্টর

বিহারের রাজনীতি ও কিশোর ফ্যাক্টর

প্রসঙ্গত, সিএএ ইস্যুতে যেভাবে মোদী সরকারের বিরোধিতায় প্রশান্ত কিশোর ময়দানে নেমেছেন , তাতে বিহারের আসন্ন ভোটে বিজেপির যুদ্ধবিদ্যা কোন পথে এগিয়ে যায়, তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ, ইতিমধ্যেই প্রশান্তের অবস্থান নিয়ে দুই দলের মধ্যে সিএএ ইস্যুতে খানিকটা মতানৈক্য দেখা দিতে শুরু করেছে। এদিকে, নীতীশ কুমার জানিয়ে দিয়েছেন জোট নিয়ে 'অল ইজ ওয়েল'। অন্যদিকে, অমিত শাহও জানিয়ে দিয়েছেন যে , বিহারের ভোট নীতীশ কুমারের নেতৃত্বেই এনডিএ লড়বে। এরপর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর গোবলয় রাজনীতির।

English summary
Prashant Kishore challenges Amit Shah says, Go ahead and try implementing CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X