For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী সরকারের অব্যবস্থা ও অদূরদর্শীতা, মোদী সরকারকে নিশানা প্রশান্ত কিশোরের

দেশের বর্তমান করোনা (coronavirus) পরিস্থিতির জন্য মোদী (narendra modi) সরকারকে নিশানা করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kishor)। এদিন সকালে করা টুইটে তিনি বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতির যথাযথ মোকাবিলায়

  • |
Google Oneindia Bengali News

দেশের বর্তমান করোনা (coronavirus) পরিস্থিতির জন্য মোদী (narendra modi) সরকারকে নিশানা করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (prashant kishor)। এদিন সকালে করা টুইটে তিনি বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতির যথাযথ মোকাবিলায় ব্যর্থ হয়েছে সরকার।

দেশে করোনার প্রথম ওয়েভ নিয়ে নিশানা

দেশে করোনার প্রথম ওয়েভ নিয়ে নিশানা

দেশের করোনার প্রথম ওয়েভ আঘাত হানে গতবছরের শুরুতে। মার্চে লকডাউন ঘোষণা করে সরকার। এদিন করা টুইটে প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন, সেই লকডাউন ছিল খেয়ালখুশির মতো। পাশাপাশি খুব খারাপ ভাবে লকডাউন পরিচালনা করা হয়েছিল। সেই লকডাউনের জেরে বহু মানুষ ভুগেছিলেন। আর করোনার থেকে মানুষের জীবন বেশি দুর্বিসহ হয়ে উঠেছিল।

করোনার দ্বিতীয় ওয়েভ নিয়েও নিশানা

করোনার দ্বিতীয় ওয়েভ নিয়েও নিশানা

এদিন একইসঙ্গে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়েও নিশানা করেছেন প্রশান্ত কিশোর। পরপর তিন দিন দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরিয়ে গিয়েছেন। এদিন মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। সারা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর সামনে আসছে। এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর। টুইটে তিনি বলেছএন, অক্সিজেনের অভাব, ওষুধ এবং হাসপাতালের বেডের অভাবে বহু মানুষের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

দায়ী সরকারের সরকারের অব্যবস্থা ও অদূরদর্শীতা

দায়ী সরকারের সরকারের অব্যবস্থা ও অদূরদর্শীতা

প্রশান্ত কিশোর কেন্দ্রীয় সরকারের অব্যবস্থা ও অদূরদর্শীতাকেই দায়ী করেছেন। দিন দুয়ের আকে তিনি বলেছিলেন, ধৈষ্য ধরে অপেক্ষা করার জন্যও তো অক্সিজেনের দরকার। বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে লেখেন, স্যার, হাজার, হাজার মানুষ অক্সিজেন চাইছে। তাঁরা বলছেন, শ্বাস নিয়ে পারছি না। প্রসঙ্গত ওইদিনমই দিল্লি হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে ভর্ৎসনা করে বলে দরকার হলে চুরি করে, ধার করে ভিক্ষা করেও অক্সিজেন আনুক। কেননা এটা সরকারের কাজ।

দূরদৃষ্টির অভাবের কথা আগেই বলেছিলেন পিকে

দূরদৃষ্টির অভাবের কথা আগেই বলেছিলেন পিকে

বুধবারও প্রশান্ত কিশোর করোনা পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছিলেন। দূরদৃষ্টির অভাব এবং বোঝার অক্ষমতার জন্যই বর্তমান পরিস্থিতি। তিনি মোদীকে নিশানা করে বলেছিলেন, হঠাৎ নিয়ন্ত্রণ নেন এবং ধাপ্পাবাজি এবং জয়ের দাবি করেন। আর যদি কোনও সমস্যা থাকে তাহলে অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলে কৃতিত্ব নেওয়ার জন্য ভক্ত সেনাকে নিয়ে ফিরে আসেন, মন্তব্য করেন তিনি।

তৃণমূলের জন্যই অভিভাবকহীন শিলিগুড়ি! সরকারে নেই, দরকারে আছি, বললেন অশোক ভট্টাচার্যতৃণমূলের জন্যই অভিভাবকহীন শিলিগুড়ি! সরকারে নেই, দরকারে আছি, বললেন অশোক ভট্টাচার্য

English summary
Prashant Kishor targets Modi Govt for the present situation of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X