For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের ট্র্যাক রেকর্ডে কালির ছিটে কংগ্রেস! ২৪-এর আগে নিলেন বড় সিদ্ধান্ত

প্রশান্ত কিশোরের ট্র্যাক রেকর্ড খারাপ করে দিয়েছে কংগ্রেস। এবার প্রকাশ্যে মারাত্মক অভিযোগ আনলেন গ্র্যান্ড ওল্ড পার্টির বিরুদ্ধে। ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন, তাঁর ট্র্যাক রেকর্ডে কালির ছিটে দিয়েছে একমাত্র কংগ্রেস।

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোরের ট্র্যাক রেকর্ড খারাপ করে দিয়েছে কংগ্রেস। এবার প্রকাশ্যে মারাত্মক অভিযোগ আনলেন গ্র্যান্ড ওল্ড পার্টির বিরুদ্ধে। ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন, তাঁর ট্র্যাক রেকর্ডে কালির ছিটে দিয়েছে একমাত্র কংগ্রেস। তাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোর কংগ্রেসকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন।

শুধুমাত্র একটি নির্বাচনে হারের মুখ দেখেছেন পিকে

শুধুমাত্র একটি নির্বাচনে হারের মুখ দেখেছেন পিকে

প্রশান্ত কিশোর সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি বিগত ১০ বছরে মোট ১১টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। তার মধ্যে শুধুমাত্র একটি নির্বাচনে তিনি হারের মুখ দেখেছেন। বাকি সমস্ত নির্বাচনেই তিনি চূড়ান্ত সাফল্যের অধিকারী হয়েছেন। একমাত্র হতাশ করেছে উত্তরপ্রদেশের ২০১৭-র বিধানসভা নির্বাচন।

কংগ্রেসের হয়ে ভোট কৌশলীর দায়িত্বে ব্যর্থ পিকে

কংগ্রেসের হয়ে ভোট কৌশলীর দায়িত্বে ব্যর্থ পিকে

২০১৭ সালে কংগ্রেস তথা মহাজোটের হয়ে ভোট কৌশলীর দায়িত্ব নিয়েছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। কিন্তু সেবার প্রশান্ত কিশোর শোচনীয় ব্যর্থ হন। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মহাজোট মুখ থুবড়ে পড়ে উত্তরপ্রদেশে। সেবার কংগ্রেসের হয়ে ভোট কৌশলীর দায়িত্বে ছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু তিনি কংগ্রেসকে আশানুরূপ সাফল্য দিতে পারেননি।

আর কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না পিকে

আর কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না পিকে

প্রশান্ত কিশোর এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে সবথেকে বিশ্বস্ত এবং সফল নির্বাচনী কৌশলবিদদের মধ্যে একজন। তিনি কংগ্রেসকে নিয়ে হতাশা ব্যক্ত করে বলেছেন, তিনি আর কংগ্রেসের সঙ্গে কাজ করবেন না। কারণ ওই গ্র্যান্ড ওল্ড পার্টি তাঁর ট্র্যাক রেকর্ড খারাপ করে দিয়েছে। একমাত্র দেশের প্রাচীন দলটির হয়ে ভোটে লড়েই তাঁকে হারের মুখ দেখতে হয়েছে।

জন সুরজ যাত্রায় ট্র্যাক রেকর্ডের স্মৃতি-রোমন্থন পিকের

জন সুরজ যাত্রায় ট্র্যাক রেকর্ডের স্মৃতি-রোমন্থন পিকের

মঙ্গলবার বিহারের বৈশালীতে প্রয়াত আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিংয়ের বাসভবন থেকে জন সুরজ যাত্রা শুরু করেন প্রশান্ত কিশোর। এই জন সুরজ যাত্রা থেকেই প্রশান্ত কিশোর স্মৃতিচারণ করেন তাঁর ট্র্যাক রেকর্ড নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তাঁর নির্বাচনের কথা স্মরণ করেন প্রশান্ত কিশোর। সেইসঙ্গে ২০১৭ সালের উত্তরপ্রদেশে নির্বাচনে হারের কথাও স্মরণ করেন। পিকে বলেন, ওই নির্বাচন তিনি হেরেছিলেন, কারণ দলটির নাম ছিল কংগ্রেস।

কংগ্রেসের কোনও উন্নতি দেখতে পাচ্ছেন না পিকে

কংগ্রেসের কোনও উন্নতি দেখতে পাচ্ছেন না পিকে

তাঁর কথায়, "কংগ্রেস আমার রেকর্ড খারাপ করে দিয়েছে, তাই আমি আর তাদের সঙ্গে কাজ করব না।" পিকে আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি কংগ্রেসের কোনও উন্নতি দেখতে পাচ্ছেন না। নির্বাচনী কৌশলবিদ আরও বলেন, তিনি ১০ বছরে ১১টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। যার মধ্যে শুধুমাত্র একটি নির্বাচনে হেরেছেন। হান্ড্রেড পার্সেন্ট সাফল্য থেকে কংগ্রেস তাঁকে বঞ্চিত করেছে।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাফল্যের খতিয়ান

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাফল্যের খতিয়ান

প্রশান্ত কিশোর বলেন, "তিনি সাফল্য পেয়েছেন ২০১৫ সালে বিহারে মহাগঠবন্ধনের হয়ে, ২০১৭ সালে পাঞ্জাবে কংগ্রেসের হয়ে, ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির সঙ্গে, ২০২০ সালে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপের সঙ্গে, ২০২১ সালে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে জিতেছিলেন যথাক্রমে ডিএমকে ও তৃণমূলের হয়েছে। কিন্তু ২০১৭ সালে কংগ্রেসের সঙ্গে উত্তরপ্রদেশে হেরেছিলেন তিনি।

কংগ্রেস নিজেরা ডুবে যাচ্ছে, আমাদের ডুবিয়ে দেবে!

কংগ্রেস নিজেরা ডুবে যাচ্ছে, আমাদের ডুবিয়ে দেবে!

প্রশান্ত কিশোর বলেন, "তাই আমি কংগ্রেসের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। এটি এমন একটি দল যার উন্নতি হচ্ছে না। আমি দলটিকে সম্মান করি কিন্তু বর্তমান পরিস্থিতিতে পার্টি নিজেকে ভালো করতে পারছে না। কংগ্রেস নিজেরা ডুবে যাচ্ছে এবং তারা আমাদেরও ডুবিয়ে দেবে।"

English summary
Prashant Kishor takes decision with Congress complaining his track record is spoiled for grand old party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X