For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার রাজনীতিতে নয়া মোড়, নীতীশের বিরুদ্ধে আজ থেকে প্রচার শুরু প্রশান্তের

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই দল বিরোধী কাজ করার দায়ে জেডিউ থেকে বহিষ্কার করা হয়েছিল প্রশান্ত কিশোরকে। এবার সেই জেডিইউ ও নীতীশ কুমারের বিরুদ্ধে প্রচারে নামলেন প্রশান্ত কিশোর। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিহারের যুব সমাজের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যেই বৃহস্পতিবার থেকে এই প্রচার শুরু করলেন প্রশান্ত কিশোর।

নীতীশ কুমারে শাসনের ভুল তুলে ধরবেন প্রশান্ত

নীতীশ কুমারে শাসনের ভুল তুলে ধরবেন প্রশান্ত

এর আগে বিজেপির সঙ্গে জোট নিয়ে নীতীশ কুমারের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে দল থেকে বহিষ্কার করেন নীতীশ কুমার। এরপর সাংবাদিকদের প্রশান্ত কিশোর জানান, তিনি বিহারে ১০০ দিন ভ্রমণ করবেন। নীতীশ কুমারে শাসনের ভুলভ্রান্তির কথা তিনি তুলে ধরবেন রাজ্যবাসীর সামনে। প্রশান্ত কিশোর এই প্রচার কর্মসূচির নাম দিয়েছেন, 'বাত বিহার কি'।

বিহারকে উন্নত রাজ্য হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি

বিহারকে উন্নত রাজ্য হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি

যাঁরা বিহারের উন্নতি চান, তাঁদের সবাইকে নিজের প্রচারে আহ্বান জানিয়েছেন প্রশান্ত কিশোর। উন্নয়নের নিরিখে কেন বিহার অন্য রাজ্যগুলির নিচে থাকবে, প্রশ্ন তুলেছেন তিনি। চিনি চান উন্নয়নের নিরিখে বিহার বর্তমানে ২২ তম স্থান থেকে ১০ নম্বরে উঠে আসুক। তবে উন্নয়নে মহারাষ্ট্র, কর্নাটকের থেকে বিহার পিছিয়ে কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিজেপি-জেডিইউ জোট নিয়ে প্রশ্ন তোলেন প্রশান্ত কিশোর

বিজেপি-জেডিইউ জোট নিয়ে প্রশ্ন তোলেন প্রশান্ত কিশোর

বিজেপি-র সঙ্গে নীতীশ কুমারের জেডিইউ-এর জোট নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর। এই জোট বিহারকে কতটা সাহায্য করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, নীতীশ কুমার সবসময়ই বলতেন, গান্ধী, জেপি কিংবা লোহিয়াকে তিনি ছাড়তে পারবেন না। যখন কেউ গান্ধীর আদর্শের কথা বলবেন, তখন তিনি কীভাবে গডসের প্রশংসা করবেন, প্রশ্ন তোলেন প্রশান্ত কুমার।

নীতীশ কুমারকে আক্রমণ প্রশান্ত কিশোরের

নীতীশ কুমারকে আক্রমণ প্রশান্ত কিশোরের

নীতীশ কুমারকে আদর্শচ্যুত মুখ্যমন্ত্রী বলে একহাত নিলেন প্রশান্ত কিশোর। তাঁর স্পষ্ট বার্তা, আগে ঠিক করুন আপনার আদর্শ কে। তারপর আপনি বিজেপির সঙ্গে জোট করার কথা ভাববেন। আপনি মুখে বলেন আপনার আদর্শ মহাত্মা গান্ধী অথচ নাথুরাম গডসের সমর্থনকারীদের সঙ্গে জোট বেঁধে চলছেন।

English summary
prashant kishor's campaign to start today against nitish kumar's jdu and bjp across bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X