For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৪-এ ভারত-জয়ের আসল যুদ্ধ, 'সাহেব' তা ভালোই জানেন! আগাম চ্য়ালেঞ্জ পিকে’র

২০২৪-এ ভারত-জয়ের যুদ্ধ, 'সাহেব' তা ভালোই জানেন! পিকে’র মন্তব্যে জল্পনা

Google Oneindia Bengali News

চার রাজ্যে বিপুল আসন নিয়ে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। এবার সামনে লোকসভার ভোট। যদিও তার আগে একাধিক রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, তথাপি নরেন্দ্র মোদীর লক্ষ্য যে ২০২৪-এর লোকসভা নির্বাচন, তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই বিষয়েই তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভারতের জন্য যুদ্ধ হবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে

ভারতের জন্য যুদ্ধ হবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে

পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফ প্রকাশের পর ভোট কৌশলী প্রশান্ত কিশোর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি টুইটে লিখেছেন- ভারতের জন্য যুদ্ধ হবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে। ভারতের জন্য কোনও সিদ্ধান্ত রাজ্য নির্বাচনে হবে না, তা ভালোই জানেন 'সাহেব'। প্রধানমন্ত্রী মোদীকে 'সাহেব' বলে উল্লেখ করে এই বিবৃতি দিয়েছেন প্রশান্ত কিশোর।

বিধানসভা নির্বাচনের সাফল্যকে তুঙ্গে তোলার চেষ্টা

বিধানসভা নির্বাচনের সাফল্যকে তুঙ্গে তোলার চেষ্টা

বৃহস্পতিবার পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়া বিপুল জয় পেয়েছে বিজেপি। পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে জয়লাভ করেছে আম আদমি পার্টি। এই নির্বাচনী সাফল্যের পর বিজেপি যখন বিজয়-উৎসবকে তুঙ্গে তুলতে চাইছেন, তখনই কটাক্ষ শোনা গিয়েছে প্রশান্ত কিশোরের গলায়।

সাহেব এটা জানেন বলেই মনস্তাত্ত্বিক সুবিধা নেওয়া চেষ্টা

সাহেব এটা জানেন বলেই মনস্তাত্ত্বিক সুবিধা নেওয়া চেষ্টা

প্রশান্ত কিশোর লিখেছেন- সাহেব এটা জানেন। সাহেব এটা জানেন বলেই মনস্তাত্ত্বিক সুবিধা নেওয়া জন্য চার রাজের জয়কে ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা করা হচ্ছে। এটি একটি চতুর প্রচেষ্টা বলেও বর্ণনা করেন প্রশান্ত কিশোর। তিনি এ বিষয়ে সতর্ক করে দেন। বলেন, এই মিথ্যা আখ্যানের অংশ হওয়া একেবারেই উচিত নয়।

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা

২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা

প্রশান্ত কিশোর মোদী-যোগীর হুঙ্কারের জবাব দিয়েছেন নাম না করেই। তিনি সাফ জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলে যে সিদ্ধান্ত জানাবে দেশবাসী, তার উপরই নির্ভর করবে শাসনভার কার উপর বর্তাবে। ২০২২ সালের নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই টুইট করেন প্রশান্ত কিশোর।

২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভাগ্য নির্ধারণ ২০২২-এ!

২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভাগ্য নির্ধারণ ২০২২-এ!

২০১৭-র বৃহস্পতিবার চার রাজ্যে জয়ের পর নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "যখন আমরা ২০১৯ সালে কেন্দ্রে সরকার গঠন করি, বিশেষজ্ঞরা বলেছিলেন যে এটি ২০১৭ সালে উত্তরপ্রদেশ-বিজয়েই স্থির হয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি এবারও বিশেষজ্ঞরা বলবেন যে, ২০২২ সালের নির্বাচনের ফলাফলই ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।"

প্রশান্ত কিশোরের বিবৃতি মোদীর ভাষণকে কটাক্ষ করে

প্রশান্ত কিশোরের বিবৃতি মোদীর ভাষণকে কটাক্ষ করে

উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিজেপির নিরঙ্কুশ জয়ের একদিন পর প্রশান্ত কিশোরের বিবৃতি এসেছে। তাতে প্রধানমন্ত্রীর সেই ভাষণের প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছেন ভোটকৌশলী। উল্লেখ্য, বিজেপি উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৭৩টিতে জয় হাসিল করেছে। উত্তরাখণ্ডে ৭০টির মধ্যে ৪৭টিতে, মণিপুরে ৬০টির মধ্যে ৩২টিতে এবং গোয়ায় ৪০টির মধ্যে ২০টিতে জয় পেয়েছে। এই চারটি রাজ্যই বিজেপির দখলে ছিল।

বিধানসভায় জিতে কেন্দ্রে ক্ষমতা ধরে রাখার স্বপ্ন বিজেপির

পাঁচরাজ্যের মধ্যে একমাত্র পাঞ্জাবে আম আদমি পার্টি বিজয় হাসিল করেছে। কংগ্রেসকে হারিয়ে ১১৭টির মধ্যে ৯০টি আসনে জয়লাভ করেছে কেজরিওয়ালের আপ। যখন বিজেপি উত্তর প্রদেশে এবং আরও তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনে জিতেছে, তখন প্রশ্ন উঠছে যে এই রাজ্য নির্বাচনের ফলাফলগুলি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে। এখন প্রশ্ন, বিধানসভায় জিতে কি বিজেপি কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে পারবে?

মাত্র এক আসনে জয়, কেন উত্তরপ্রদেশের রাজনীতিতে এতটা ব্রাত্য হলেন মায়াবতীমাত্র এক আসনে জয়, কেন উত্তরপ্রদেশের রাজনীতিতে এতটা ব্রাত্য হলেন মায়াবতী

English summary
Prashant Kishor rejects Narendra Modi’s speech about four states Assembly Election winning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X