For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর সঙ্গে ফাটল চওড়া! বিধানসভা ভোটের আগে দুই স্বপ্নের প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন পিকে

সুযোগ পেলেই নীতীশ কুমারের কড়া সমালোচনা করতে ছাড়ছেন না প্রশান্ত কিশোর। সম্প্রতি তিনি ছাত্রছাত্রীদের সাইকেল ও জামা বিলি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

একাধিক রাজনৈতিক দলের ভোট পরামর্শদাতা তিনি। বর্তমানে তৃণমূলে দায়িত্বে থাকলেও, এর আগে তিনি পঞ্জাবও বিহারের দায়িত্ব ছেড়েছেন। আগেই মুখ্যমন্ত্রী সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল চওড়া হয়েছিল। যার জেরে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছিল ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে। কিন্তু সুযোগ পেলেই নীতীশ কুমারের কড়া সমালোচনা করতে ছাড়ছেন না প্রশান্ত কিশোর। সম্প্রতি তিনি ছাত্রছাত্রীদের সাইকেল ও জামা বিলি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি।

প্লেন কেনার টাকায় করা যেত হাসপাতাল! মোদীকে বাবা তুলে আক্রমণ করে অনুব্রত জানালেন ২০২১-এর ভোট পদ্ধতিপ্লেন কেনার টাকায় করা যেত হাসপাতাল! মোদীকে বাবা তুলে আক্রমণ করে অনুব্রত জানালেন ২০২১-এর ভোট পদ্ধতি

সাইকেল ও জামা বিলি নিয়ে কটাক্ষ

সাইকেল ও জামা বিলি নিয়ে কটাক্ষ

ফের প্রশান্ত কিশোরের নিশানায় নীতীশ কুমার। বিহারে ছাত্রছাত্রীদের সাইকেল ও জামা বিলি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, লালুপ্রসাদের জমানায় যা ছিল না, সেই সাইকেল ও জামা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছেছে। তাঁর প্রশ্ন তাতে লাভ কি কিছু হয়েছে। কেননা ১৫ বছর আগে বিহার শিক্ষায় দেশের মধ্যে যে জায়গায় ছিল, এখনও সেই জায়গাতেই রয়ে গিয়েছে। প্রশান্ত কিশোরের মত, ছাত্রছাত্রীদের জামা আর সাইকেল বিলি করলে শিক্ষা মান বাড়ে না।

পশ্চিমবঙ্গে তৃণমূলের অন্দরে শোরগোল

পশ্চিমবঙ্গে তৃণমূলের অন্দরে শোরগোল

প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেও কোথাও যেন তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপরও এসে পড়েছে। কেননা ছাত্রছাত্রীদের সবুজসাথীর সাইকেল বিলি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম। পাশাপাশি এই রাজ্যের ছাত্রছাত্রীদের জামা ছাড়াও জুতোও দিয়ে থাকে রাজ্য সরকার।

 শিক্ষার মানের উন্নতিতে যথেষ্ট নয় সাইকেল, জামা

শিক্ষার মানের উন্নতিতে যথেষ্ট নয় সাইকেল, জামা

ছাত্রছাত্রীদের সাইকেল ও জামা দেওয়া ভোট রাজনীতিতে সহায়ক হলেও, তা শিক্ষার উন্নতিতে সাহায্য করে না। কার্যত এই কথাই বুঝিয়ে দিতে চেয়েছেন প্রশান্ত কিশোর। বিষয়টি নিয়ে তিনি বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেও, তা নিয়ে তিনি কি পশ্চিমবঙ্গের তৃণমূলকেও বার্তা দিতে চাইলেন, সেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।

২০১৯-এর জুন থেকে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর

২০১৯-এর জুন থেকে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর

২০১৯-এর মে মাসে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে কার্যত পর্যুদস্ত হয় তৃণমূল। এরপর প্রশান্ত কিশোরকে ভোট কুশলী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় তৃণমূল। তারপর থেকে বিভিন্ন বিষয়ে তৃণমূলকে পথে ফেরাতে পদক্ষেপ নিয়ে প্রশান্ত কিশোর। সে দুর্নীতি হোক কিংবা বাংলা জুড়ে ভোট রণনীতি, সব বিষয়েই সক্রিয় প্রশান্ত কিশোর।

English summary
Prashant Kishor questions two projects of Bihar including distribution of Cycle to Students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X