For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব বিল নিয়ে মতবিরোধ পদত্যাগ করতে চাইলেন প্রশান্ত, খারিজ করলেন নীতীশ কুমার

নাগরিকত্ব বিল নিয়ে মতবিরোধ পদত্যাগ করতে চাইলেন প্রশান্ত, খারিজ করলেন নীতীশ

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রথম থেকেই নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল প্রশান্ত কিশোরের। নীতীশ বিলকে সমর্থন জানালেও প্রশান্ত প্রকাশ্যেই তার বিরোধিতা করেছিলেন। এই নিয়ে দুই নেতার মধ্যে বেশ কয়েকদিন টানা পোড়েনের পর নীতীশ কুমারের কাছে পদত্যাগ পত্র দিতে যান প্রশান্ত কিশোর। কিন্তু নীতীশ তা গ্রহণ করেননি বলেই খবর।

নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন জেডিইউ

নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন জেডিইউ

বিজেপি শরিক জেডিইউ। তার উপরে আবার সামনেই বিধানসভা ভোট। এখন বিজেপির মতে মত না মেলালে বিপদ আছে। সেটা বুঝতে পেরেই আগে থাকতে নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন জানিয়েছে জেডিইউ। লোকসভা এবং রাজ্যসভা দুক্ষেত্রেই এই বিলের সমর্থন জানিয়েছেন তিনি। এই নিয়ে দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে।

প্রশান্ত কিশোরের সঙ্গে বিরোধ

প্রশান্ত কিশোরের সঙ্গে বিরোধ

জেডিইউ নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন জানালেও প্রশান্ত কিশোর কিন্তু তার বিরোধিতা করেছেন। এই নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে জেডিইউতে। প্রশান্ত কিশোর প্রকাশ্যেই এই বিলের বিরোধিতা করেছে। একদিকে রাজনৈতিক উপদেষ্টা অন্যদিকে দলের সর্বভারতীয় সভাপতি তিনি। নীতীশের সঙ্গে প্রশান্তের মত বিরোধ তাই চোখ এড়াইনি রাজনৈতিক মহলের। এই নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা।

প্রশান্তে পদত্যাগ পত্র ফেরালেন নীতীশ

প্রশান্তে পদত্যাগ পত্র ফেরালেন নীতীশ

শনিবার ৯০ মিনিটের বৈঠক হয় নীতীশ কুমারের সঙ্গে প্রশান্ত কিশোরের। জল্পনা শুরু হয়েছিল এটাই বোধহয় প্রশান্ত কিশোরের সঙ্গে নীতীশ কুমারের বিদায় বৈঠক। কিন্তু পরে জানা যায় বৈঠকে প্রশান্ত কিশোরের পদত্যাগ পত্র গ্রহন করেননি নীতীশ কুমার। সেটা ফিরিয়ে দিয়েছেন।

বিজেপির মাথায় হাত, এবার জোটসঙ্গীই বেঁকে বসল নাগরিকত্ব আইনে! লড়াই জোরদারবিজেপির মাথায় হাত, এবার জোটসঙ্গীই বেঁকে বসল নাগরিকত্ব আইনে! লড়াই জোরদার

English summary
Prashant Kishor offers resignation, Nitish Kumar reject that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X