For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রভাবশালী বিজেপি নেতার ভিডিও টুইট প্রশান্ত কিশোরের, এনডিএ-তে শোরগোল

এবার পোল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টার্গেটে বিজেপি নেতা তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী। এদিন সকালে তিনি যে টুইট করেছে, তাকে ঘিরে ঝড় উঠেছে এনডিএ-র অন্দরে।

  • |
Google Oneindia Bengali News

এবার পোল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের টার্গেটে বিজেপি নেতা তথা বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী। এদিন সকালে তিনি যে টুইট করেছে, তাকে ঘিরে ঝড় উঠেছে এনডিএ-র অন্দরে। টুইটে বিহারের উপ মুখ্যমন্ত্রীর একটি পুরনো ভিডিও ব্যবহার করেছেন তিনি।

সুশীল মোাদীকে আক্রমণ প্রশান্ত কিশোরের

টুইটে প্রশান্ত কিশোর বলেছেন, জনগণকে দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেটের ক্ষেত্রে সুশীলকুমার মোদীর কোনও মিল নেই। আগে তিনি মুখে বলতেন। এখন, উপমুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি লিখে দিচ্ছেন।

রাজনৈতিক ফাঁকির অভিযোগ সুশীল মোদীর বিরুদ্ধে

রাজনৈতিক ফাঁকির অভিযোগ সুশীল মোদীর বিরুদ্ধে

পুরনো ভিডিও-তে দেখা যাচ্ছে নীতীশ কুমারকে অভিযুক্ত করে সুশীল মোদী বলছেন, তিনি(নীতীশ) জর্জ ফার্নান্ডেজ সহ অনেককেই ফাঁকি দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন লালু প্রসাদ, জিতেন মাঝি এবং বিজেপি। অন্যদিকে মোদী বলেছিলেন নীতীশ বিহার নয়, বিহারও নীতীশ নয়।

অমিত শাহকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

অমিত শাহকে চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের

এর আগে ১১ জানুয়ারি প্রশান্ত কিশোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেকে সিএএ, এনপিএ, এনআরসি প্রয়োগ নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। লখনৌয়ের সমাবেশ থেকে বিরোধীদের সিএএ নিয়ে চ্যালেঞ্জ জানানোর পরেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোরকে আক্রমণ বিজেপির

প্রশান্ত কিশোরকে আক্রমণ বিজেপির

অন্যদিকে, বিজেপি মুখপত্র নিখিল আনন্দ প্রশান্ত কিশোরকে আক্রমণ করে বলেছেন, তিনি(প্রশান্ত) নীতীশ কুমারের 'করুণ আবেদন'-এ বেঁচে রয়েছেন। আর তিনি চাইছেন জেলবন্দি লালু যাদবের রাজনৈতিক প্যারোলের বেঁচে থাকতে।
বিজেপি মুখপত্র প্রশান্ত কিশোরকে পঞ্চায়েত নির্বাচনে জিতে দেখানোর চ্যালেঞ্জ জানিয়েছেন। নতুন বসদের ওপর নির্ভর করে তিনি বেঁচে থাকতে চাইছেন বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
Prashant Kishor creates storm in NDA by attacking Sushil Modi with old video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X