রাবরির দাবি ওড়ালেন প্রশান্ত কিশোর! জেল বন্দী লালুকে দিলেন পাল্টা 'চাপ'
আরজেডি এবং জেডিইউ-এর সংযুক্তিকরণ নিয়ে লালু প্রসাদ যাদবের দাবির কড়া বিরোধিতা করলেন জেডিইউ-এর সহসভাপতি প্রশান্ত কিশোর। এসম্পর্কে তিনি লালু যাদবকে বিতর্কের আহ্বানও জানিয়েছেন। এই নির্বাচনী কৌশলবিদ বর্তমানে নীতীশের দলের নেতা।

টুইটে প্রশান্ত কিশোর বলেছেন, যাঁরা পাবলিক অফিস অপব্যবহার কিংবা অর্থের অপব্যবহারের মুখোমুখি হচ্ছেন, তাঁরাই জেলে থেকে সত্যের দাবি করছেন। এরপর তিনি প্রকাশ্যে বিতর্কের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার লালু পত্নী রাবরি দেবী দাবি করেছিলেন, নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর তাঁর স্বামীকে আরজেডি এবং জেডিইউ-এর সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লালু যাদব সম্প্রতি দাবি করেছিলেন, নীতীশ কুমার বিহারের মহাজোটে যোগ দিতে চেয়েছিলেন। এনডিএ-তে যোগ দেওয়ার পর
এই ঘটনা ঘটে। এরজন্য প্রশান্ত কিশোরকে পাঁচবার তাঁর কাছে পাঠিয়েছিলেন। যদিও প্রশান্ত কিশোর এই দাবির কথা অস্বীকার করেছেন।