For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে জয়ের সরণিতে ফেরানোর পরই এল ‘অফার’! প্রশান্ত কিশোর কি হাঁটবেন সে পথে

তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এবার তামিলনাড়ুর ডিএমকের ভোট-কৌশলী হয়েও কাজ করবে টিম-পিকে। প্রশান্ত কিশোরের সঙ্গে সম্প্রতি ডিএমকে প্রধান এম কে স্টালিনের আলোচনা হয়েছে।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এবার তামিলনাড়ুর ডিএমকের ভোট-কৌশলী হয়েও কাজ করবে টিম-পিকে। প্রশান্ত কিশোরের সঙ্গে সম্প্রতি ডিএমকে প্রধান এম কে স্টালিনের আলোচনা হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন এআইএডিএমকেও প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু প্রশান্ত কিশোর ডিএমকের সঙ্গেই কাজ করতে পারেন বলে জানা গিয়েছে।

উপনির্বাচনে পাস

উপনির্বাচনে পাস

সম্প্রতি বাংলায় তৃণমূলের প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছেন তিনি। প্রথম পরীক্ষা তিন কেন্দ্রের উপনির্বাচনে পাস করেছেন লেটার মার্কস নিয়ে। বিজেপির বাড়বাড়ন্তে রাজ্যের শাসকদল তৃণমূল হতাশায় চলে গিয়েছিল, সেই অবস্থা থেকে ফিরিয়ে এনে তিন কেন্দ্রেই জয়ের মুখ দেখিয়েছে। আর তারপরই তিনি ডিএমকের সঙ্গে কাজ করার ব্যাপারে মত দিতে পারেন বলে জানা গিয়েছে।

ডিএমকে-র প্রচারে?

ডিএমকে-র প্রচারে?

প্রশান্ত কিশোর ২০২১-এ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য ডিএমকে-র প্রচারের নেতৃত্ব দিতে পারেন। একইভাবে তিনি তৃণমূলের প্রচার পরিকল্পনাও নিরূপণ করবেন। এর আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, কংগ্রেস, জেডিইউ, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করেছেন বা করছেন।

মোদীর সাফল্যে অবদান

মোদীর সাফল্যে অবদান

তাঁর প্রথম বড় প্রচার ছিল ২০১১ সালে গুজরাটে। গুজরাটে নরেন্দ্র মোদীকে টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে জয়লাভ করানোর পিছনে ছিল প্রশান্ত। তাঁর ক্ষুরধার মস্তিষ্কে ভর করেই ২০১৪ সালে মোদী দিল্লির রাজনীতিতে প্রবেশ করেন। ৪২ বছর বয়সী এই রাজনৈতিক-কৌশলী জনস্বাস্থ্যের প্রশিক্ষণ নিয়েছিলেন এবং বেশ কয়েক বছর ধরে জাতিসংঘে কাজ করেছিলেন।

কংগ্রেসে ব্যর্থ পিকে-কৌশল

কংগ্রেসে ব্যর্থ পিকে-কৌশল

প্রশান্ত কিশোর বিজেপি তথা মোদীকে সাফল্যের শিখরে নিয়ে যেতে সমর্থ হলেও কংগ্রেসকে সাফল্য দিতে পারেনি। উত্তরপ্রদেশ নির্বাচনে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। তারপর জেডিইউ হয়ে তিনি তৃণমূলের ভোট কৌশলী হিসেবে কাজ শুরু করেন। এবং মাত্র চার মাসেই দলকে একটা ভরসা দিতে পেরেছেন। এবার ডিএণকের হয়ে তিনি কতটা সাফল্য আনতে পারেন, তা-ই দেখার।

English summary
Prashant Kishor can work with MK Stalin’s DMK in Taminadu Assembly Election 2021. He does his work for Mamata Banerjee now for 2021 Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X