For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একা মুকুলে রক্ষা নেই প্রশান্ত কিশোর দোসর! ত্রিপুরা-জয়ের ছক কষে এগোচ্ছে তৃণমূল

একা মুকুলে রক্ষা নেই প্রশান্ত কিশোর দোসর! ত্রিপুরা-জয়ের ছক কষে এগোচ্ছে তৃণমূল

Google Oneindia Bengali News

মুকুল-হারা হয়ে প্রশান্ত কিশোরের দাক্ষিণ্য গ্রহণ করেছিল তৃণমূল। তারপর ২০২১-এ তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল বাংলায়। প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে দুই অঙ্কেই থমকে যায় বিজেপি। বাংলার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তৃণমূল যখন টার্গেট করছে বিজেপির ত্রিপুরাকে, তখন মুকুল রায়ের পাশাপাশি টিম পিকেও ত্রিপুরা-জয়ের পরিকল্পনায় রেখেছে তৃণমূল।

মুকুলের প্রস্থানের পথ ধরে প্রবেশ ঘটেছিল পিকের

মুকুলের প্রস্থানের পথ ধরে প্রবেশ ঘটেছিল পিকের

প্রশান্ত কিশোরের আগে তৃণমূলে ভোট কৌশল তৈরি করতেন মুকুল রায়। মমতা-মুকুল জুটিই বাংলায় বামেদের পতন ঘটিয়ে ছেড়েছিল। তারপর মুকুল রায়কে ছাড়া ২০১৯-এর নির্বাচনে ধাক্কা খায় তৃণমূল। তারপরই বাংলায় উদয় হয় ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। একুশে বিজেপিকে হারাতে মমতা ভরসা রাখেন পিকের উপর। সেই মর্যাদা রাখেন পিকেও।

মমতার হাতে এখন জোড়া অস্ত্র- মুকুল ও পিকে

মমতার হাতে এখন জোড়া অস্ত্র- মুকুল ও পিকে

এরপর একুশের সাফল্যকে পাথেয় করে ত্রিপুরাকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। ফলে মমতার হাতে এখন জোড়া অস্ত্র। একাধারে মুকুল রায়, অন্যদিকে প্রশান্ত কিশোর। জোড়া অস্ত্রকেই এবার ত্রিপুরা বিজয়ে কাজে লাগাতে চাইছেন মমতা। রণনীতি তৈরি ইতিমধ্যেই।

পিকের প্রচার পরিকল্পনা আর মুকুলের চাণক্য-নীতি

পিকের প্রচার পরিকল্পনা আর মুকুলের চাণক্য-নীতি

মমতার নির্দেশে ত্রিপুরায় এবার পা রাখতে চলেছে টিম পিকে। প্রশান্ত কিশোরের প্রচার পরিকল্পনা আর মুকুল রায়ের চাণক্য-নীতিকে ভর করেই এবার ত্রিপুরা দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। মুকুলকে য়েমন তৃণমূল সংগঠন বাড়ানোর কাজে লাগাতে চাইছে, প্রশান্ত কিশোরের বিজ্ঞান মেনে তৃণমূল পসার বাড়াতে চাইছে।

মুকুল তো আছেনই, জাল বিছিয়েছে পিকের আইপ্যাকও

মুকুল তো আছেনই, জাল বিছিয়েছে পিকের আইপ্যাকও

বাংলায় একুশের যুদ্ধ-জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন-রাজ্যে সাম্রাজ্য বিস্তারে নামছেন। মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পর তাঁর পুরনো যোগাযোগ নিয়ে অভিষেক তৃণমূলের সংগঠন বাড়াতে সচেষ্ট হবেন ত্রিপুরায়। আর পুরো পরিকল্পনাটাই প্রশান্ত কিশোরকে নেপথ্যে রেখে তৈরি করেছে তৃণমূল।

মুকুল রায় ও প্রশান্ত কিশোর মিলে পথ দেখাবে তৃণমূলকে

মুকুল রায় ও প্রশান্ত কিশোর মিলে পথ দেখাবে তৃণমূলকে

ইতিমধ্যেই তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে টিম প্রশান্ত কিশোর পা রেখেছে ত্রিপুরায়। বাংলার মতোই ত্রিপুরার আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে তৃণমূলকে শক্তিশালী করে তুলবে প্রশান্ত কিশোরের আই প্যাক। সেই লক্ষ্যে ভোট কৌশলী প্রশান্ত কিশোর ঘূঁটি সাজাচ্ছেন। মুকুল রায় ও প্রশান্ত কিশোরের মস্তিষ্ক এক হয়েছে, ফলে তৃণমূলের ত্রিপুরা বিজয়ের পথ প্রশস্ত হচ্ছে ক্রমণশ

মুকুলকে ঘরে ফিরিয়ে হারানো জমি পুনরুদ্ধারে তৃণমূল

মুকুলকে ঘরে ফিরিয়ে হারানো জমি পুনরুদ্ধারে তৃণমূল

ত্রিপুরাকে আগেও একবার চ্যালেঞ্জার হওয়ার লড়াইয়ে নেমেছিল তৃণমূল। সেবার মুকুল রায়ের নেতৃত্বে তৃণমূল সংগঠন বাড়িয়ে ছিল অনেকটাই। তারপর মুকুল রায়ের বিজেপি-যোগে ত্রিপুরা সংগঠন ধূলিসাৎ হয়ে যায়। তৃণমূলের সেই সংগঠন নিয়ে বিজেপির জয়যাত্রা শুরু হয়। এবার মুকুল রায়কে ঘরে ফিরিয়ে হারানো জমি পুনরুদ্ধারের লড়াইয়ে নামছে তৃণমূল।

মুকুলের গড়া ভিতে জাল বিছোবেন প্রশান্ত কিশোর

মুকুলের গড়া ভিতে জাল বিছোবেন প্রশান্ত কিশোর

মুকুল রায় ভিত গড়েছিলেন। ফলে জমি শক্ত করার কাজ তিনি করবেন। আর সেই শক্ত ভিতে ত্রিপুরায় জাল বিছোতে নামবেন প্রশান্ত কিশোর। মুকুল-প্রশান্ত যুগলবন্দিতে বিজেপির পক্ষে গড় রক্ষা করা মুশকিলই হবে। এমনিতেই ত্রিপুরা বিজেপির ভঙ্গুর অবস্থা। বিধায়কদের প্রায় অর্ধেক সংখ্যক বেঁকে বসে আছেন।

ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজ শুরু

ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজ শুরু

বিদ্রোহীরা তৃণমূলে যোগ দিলে বিজেপি সরকার সমস্যায় পড়ে যাবে। তৃণমূল আগে ঘর গুছিয়ে নিয়ে মোক্ষম আঘাত দিতে চাইছে। তারপর বিজেপির বিরুদ্ধে চরম লড়াই ২০২৩-এর নির্বাচনে। ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন প্রায় ১৫ হাজার কর্মী। ত্রিপুরায় তৃণমূলের সংগঠন বাড়ানোর কাজ শুরু হয়ে গিয়েছে নিচুতলা থেকে।

আই-প্যাকের বানানো রণনীতিতে সাজছে তৃণমূল

আই-প্যাকের বানানো রণনীতিতে সাজছে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই ত্রিপুরার মানুষের আবেগ দেখেছেন। তারপরই প্রশান্ত কিশোরের টিমকেও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরায়। প্রশান্ত কিশোরের টিম ত্রিপুরায় জাল বিছিয়ে মানুষের মন বোঝার চেষ্টা চালা্চ্ছে। ত্রিপুরা-বিজয় অভিযানে হোম-ওয়ার্ক চালিয়ে যাচ্ছে তৃণমূল। পিকের টিম বার্তা পাঠিয়েছে নেতৃত্বের কাছে।

English summary
Prashant Kishor and Mukul Roy both are making strategy to win in Tripura against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X