For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের নিশানায় মোদী, এবার মূল্যবৃদ্ধি নিয়ে হানলেন মোক্ষম অভিযোগ

মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর। ভোট কৌশলবিদ নিজের রাজ্য বিহারে জন সুরজ পদযাত্রায় বেরিয়ে অভিযোগের তিন হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে।

  • |
Google Oneindia Bengali News

মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর। ভোট কৌশলবিদ নিজের রাজ্য বিহারে জন সুরজ পদযাত্রায় বেরিয়ে অভিযোগের তিন হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। তিনি নারকাটিয়াগঞ্জে বক্তব্য রাখছিলেন। বিহারে মূল্যবৃদ্ধি এবং শিল্পে অনুন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেন।

প্রশান্ত কিশোরের নিশানায় মোদী, মূল্যবৃদ্ধি নিয়ে হানলেন বাণ

প্রশান্ত কিশোর বিহারে পদযাত্রা শুরু করেছেন। রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন কন্যা কুমারী থেকে, তখন বিহারে জন সুরজ যাত্রায় নেমেছেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জে গ্রামবাসীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বক্তৃতার একটি ভিডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সেখানে সাবলীল ভোজপুরীতে তিনি ভাষণ দেন। রাজনৈতিক মহল মনে করছে, এই জন সুরজ যাত্রা শেষে প্রশান্ত কিশোর রাজনৈতিক দল গড়তে পারেন। জন সুরজ পার্টি হিসেবে আবির্ভূত হতে পারে প্রশান্ত কিশোরের তৈরি মঞ্চ।

প্রশান্ত কিশোর বলেন, আমরা হর হর মোদী, ঘর ঘর মোদী স্লোগান দিয়েছিলাম। তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর আমরা কী পেয়েছি? রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। যদি তিনি আরও একবার নির্বাচিত হন, তবে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০০ টাকায় পৌঁছতে পারে।

তিনি বর্তমান সরকারের কল্যাণমূলক পদক্ষেপগুলির সমালোচনা করেন। তিনি বলেন, প্রায়শই বেশ কয়েকটি রাজ্যে বিজেপির নির্বাচনী সাফল্যের জন্য কল্যাণমূলক পদক্ষেপদগুলিকে কৃতিত্ব দেওয়া হয়। কিন্তু বিনামূল্যে পাঁচ কেজি খাদ্যশস্য দিয়ে আমাদের ছোটো করা হচ্ছে। আমরা বিনামূল্যে ২০০ টাকা মূল্যের খাদ্যশস্য চাই না, আমরা পেতে চাই ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার।

এর আগে প্রশান্ত কিশোর অভিযোগ করেছিলেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়েও তিনি গোপনে বিজেপির জন্য কাজ করছেন। গুজরাতের মতো লাভজনক রাজ্যে শিল্প স্থাপন করা হচ্ছে, কিন্তু অন্য কোনও রাজ্য সেই সুবিধা পাচ্ছে না। গুজরাত মোদীর রাজ্য বলেই এত সুবিধা দেওয়া হচ্ছে।

আই প্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বলেন, "মোদী বিহারের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এখানকার মৃত চিনিকলগুলিকে পুনরুজ্জীবিত করবেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত চিনি দিয়ে মিষ্টি চায়ের স্বাদ নেবেন। কিন্তু কোনও কলকারখানাই আসেনি।

প্রশান্ত কিশোর বলেন, "বিহারের ছেলেরা এখনও গুজরাটের মতো রাজ্যে ছুটে যাচ্ছে, যেখানে কারখানা আছে। গুজরাতের জন্য এত বেশি দেওয়া হচ্ছে, কিন্তু সেখান থেকে মাত্র ২৬ জন সাংসদ পাঠায়। আর বিহারের জন্য সামান্য দেওয়া হচ্ছে, অথচ সেখানে ৪০ জন সাংসদ। এর মধ্যে একটি বাদে সবগুলি গত লোকসভায় বিজেপি এবং তার সহযোগীদের কাছে গিয়েছিল। অথচ বিহার কিছুই পাচ্ছে না।

English summary
Prashant Kishor alleges against Narendra Modi from Jan Suraj Yatra about price hike.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X