দূরদর্শনে প্রচুর লোক নিয়োগ, লাগবে না কোনও আবেদন মূল্য, জেনে নিন খুঁটিনাটি
প্রসার ভারতী বা দূরদর্শনে নিয়োগ করা হচ্ছে। মোট ৮৯টি শূন্যপদে লোক নিয়োগ হবে। সঞ্চালক, কপি রাইটার, পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে বিভিন্ন পদে লোকনিয়োগ হবে। আবেদনপত্র গ্রহণ করা হবে ১২ জুলাই পর্যন্ত।

সঞ্চালক তথা করেসপন্ডেন্ট - ১০, কপি রাইটার - ৮, অ্যাসাইনমেন্ট কোঅর্ডিনেটর - ৭, করেসপন্ডেন্ট - ১৬, গেস্ট কোঅর্ডিনেটর - ৪, ক্যামেরাপার্সন - ১৫, ব্রডকাস্ট এক্সিকিউটিভ - ১০, পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট - ১৯, অ্যাঙ্কর কাম করেসপন্ডেন্ট - ৪ - এই পদগুলিতে এতজন করে লোক নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে। অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোনও আবেদন মূল্য লাগবে না। তবে পোস্টিং হবে নয়াদিল্লিতে। এক একটি পদের ক্ষেত্রে এক এক ধরনের বয়সসীমা রয়েছে। প্রসার ভারতীর সরকারি ওয়েবসাইটে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে।
আবেদন করতে হবে প্রসার ভারতীর দিল্লির ঠিকানায়। আবেদন ভেরিফিকেশনের পর প্রার্থী বাছাই হবে। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়া হবে।